শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চিকিৎসার জন্য জাকাত দেওয়া নিয়ে ইসলাম যা বলে

প্রতিনিধি: / ১৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

দরিদ্র ব্যক্তি অর্থাৎ যার মালিকানায় প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ (৮৭.৪৫ গ্রাম স্বর্ণ অথবা ৬১২.৩৫ গ্রাম রৌপ্য অথবা এর সমমূল্যের সম্পদ) নেই-এমন ব্যক্তিকে তার নিজের চিকিৎসার জন্য অথবা তার দায়িত্বাধীন কোনো রোগীর চিকিৎসার জন্য জাকাত দেওয়া যাবে। যে ব্যক্তি আগে সম্পদশালী ছিল কিন্তু চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে দরিদ্র হয়ে গেছে, তাকেও জাকাত দেওয়া যাবে। অসুস্থ ব্যক্তি বা অসুস্থ সন্তানের বাবার মালিকানায় যদি প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তাকে চিকিৎসার জন্য জাকাত দেওয়া যাবে না। এ রকম ক্ষেত্রে সাহায্য করতে চাইলে নফল সদকা দিয়ে সাহায্য করা যেতে পারে। এ রকম ব্যক্তিকে চিকিৎসার জন্য জাকাত দিলে জাকাত আদায় হবে না। জাকাত বছরে একবার আদায় করতে হয়। কোনো ব্যক্তি যে দিন নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, ওই দিন থেকে জাকাতের বর্ষগণনা শুরু হয়। জাকাতের নেসাব মালিক হওয়ার পর এক বছর পূর্ণ হওয়ার দিন ওই ব্যক্তির মালিকানায় যে পরিমাণ বর্ধনশীল সম্পদ অর্থাৎ নগদ অর্থ, ব্যবসায়ের সম্পদ, স্বর্ণ বা রৌপ্য থাকে, তার ৪০ ভাগের ১ ভাগ বা ২.৫ শতাংশ জাকাত হিসেবে দান করতে হয়। সুনির্দিষ্টভাবে নেসাবের মালিক হওয়ার দিন মনে রাখা সম্ভব না হলে প্রতি বছর নির্দিষ্ট একটি সময়েও জাকাতের হিসাব করা যায়। যেমন আমাদের দেশে অনেকেই রমজান মাসে জাকাতের হিসাব করে থাকে। জাকাতের হিসাব করার পরপরই জাকাতের সব অর্থ দান করে দেওয়া জরুরি নয়। বরং বছরে একবার হিসাব করে ওই অর্থ সারা বছর ধরেও দান করা যায়। আপনার যদি গত বছরের জাকাতের অর্থ আদায় বাকি থাকে তাহলে তা চিকিৎসার জন্য দিতে পারেন। যদি গত বছরের জাকাত পুরোপুরি আদায় করা হয়ে গিয়ে থাকে, তাহলে এ বছরের জাকাত যা আগামী রমজানে হিসাব করবেন তা অগ্রিমও চিকিৎসার জন্য দিতে পারেন। এ ক্ষেত্রে বছর শেষে আপনার হাতে কত টাকা উদ্বৃত্ত থাকতে পারে এবং কত টাকা জাকাত আসতে পারে তা অনুমান করে কিছু টাকা আপনি জাকাতের উপযুক্ত বন্যার্তদের দিতে পারেন। বছর শেষে আপনি হিসাব করে দেখবেন আপনার ওপর কত টাকা জাকাত আবশ্যক হয়। অগ্রিম যে অর্থ আপনি জাকাত হিসেবে দিয়ে দেবেন তা বাদ দিয়ে ওই সময় শুধু অবশিষ্ট টাকা দিয়ে দিলেই হবে। যেমন আপনি যদি এখন দশ হাজার টাকা জাকাত হিসেবে চিকিৎসার জন্য দান করেন এবং বছর শেষে আপনার সম্পদের জাকাত হিসেব করে দেখা যায় আপনার ওপর জাকাত আবশ্যক পনের হাজার টাকা, তাহলে তখন আরও পাঁচ হাজার টাকা জাকাত হিসেবে দিয়ে দিলেই হবে। আর যদি দশ হাজার টাকা বা এর কম পরিমাণ টাকা জাকাত আবশ্যক হয়, তাহলে জাকাত হিসেবে নতুন করে আর কোনো টাকা দান করতে হবে না। উল্লেখ্য যে, জাকাত শুধু মুসলমানদের দেওয়া যায়। তাই জাকাতের অর্থ শুধু দরিদ্র মুসলমানদের দিতে হবে। দরিদ্র অমুসলিমদের সাধারণ সদকা বা দান থেকে সাহায্য করতে হবে। মুসলমানদের সদকাসমূহের মধ্যে শুধু জাকাত অমুসলিমদের দেওয়া যায় না। এ ছাড়া সদকায়ে ফিতরসহ বাকি সব সদকা ও দান মুসলিমদের পাশপাশি অমুসলিম দরিদ্রদেরও দেওয়া যায়।

 


এই বিভাগের আরো খবর