সর্বশেষ :
ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড-কম্বোডিয়া বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ভারতে ২০ জন নিহত তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন নাইজেরিয়ার নোবেল বিজয়ী ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাঁধন পুলিশ অফিসার রূপে চমকে দিলেন

প্রতিনিধি: / ২৫১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

বিনোদন: নতুন গল্পের সঙ্গে নতুন লুকে হাজির হলেন রেহানা মারিয়ম নূর খ্যাত অভিনেত্রী আজমেরি হক বাঁধন। তাবে এবার দেখা যাবে পুলিশ অফিসার চরিত্রে। সিনেমাটির নাম ‘এশা মার্ডার : কর্মফল’। এটি পরিচালনা করেছেন পুলিশ কর্মকর্তা এবং ‘মিশন এক্সট্রিম’, ‘বø্যাক ওয়ার’খ্যাত নির্মাতা সানী সানোয়ারের নতুন সিনেমায়! গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এলো সিনেমাটির টিজার। প্রায় এক মিনিটের টিজারটি শেয়ার করে সানী সানোয়ার ক্যাপশনে লিখেছেন, “বাঁধন কি পারবে ‘এশা খুন’-এর রহস্য ভেদ করতে?” এক মিনিটের টিজারেই পুলিশ অফিসারের চরিত্রে মাত করেছেন বাঁধন। টিজারে দেখা যায়, অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে একই জেলায় খুনসহ ধর্ষণের শিকার হন। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার বাঁধনের ওপর!ন চৌকস পুলিশ অফিসারের সমস্ত কিছুই দুর্দান্তভাবে যে অনুসরণ করেছেন বাঁধন, তার আভাস তিনি রেখেছেন ‘এশা মার্ডার’-এর টিজারে! আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথা শোনা গেলেও টিজারের শেষে জানানো হয়, ঈদুল ফিতরে নয়, ‘এশা মার্ডার : কর্মফল’ আসতে চলেছে ঈদুল আজহায়! বাঁধন ছাড়াও সানী সানোয়ার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।


এই বিভাগের আরো খবর