সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যেভাবে ফিরে পাবেন হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ

প্রতিনিধি: / ৭২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

এমনটা কিন্তু প্রায়ই হয়, কেউ আপনাকে কোনো মেসেজ করেছিল। আপনি দেখার আগেই তা আবার ডিলিট করে দিয়েছে। কিন্তু আপনার মন আকুপাকু করতে থাকে কি ছিল সেই মেসেজে তা জানার জন্য। হোয়াটসঅ্যাপে ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার কয়েকটি অপশন আছে। তার মধ্যে একটি হচ্ছে ডিলিট ফর এভরিওয়ান। যেটা সিলেক্ট করলে উভয় পাশ থেকেই মেসেজ ডিলিট হয়ে যাবে। তবে বিপত্তি বাঁধে তখন যখন সেই মেসেজে কি আছে আপনি জানতে চান। চাইলেই কিন্তু ডিলিটেড মেসেজ চাইলেই দেখা যায়। তবে এজন্য আপনাকে থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে। এর জন্য আপনি গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ ডিলিটেড মেসেজ-এর মতো কিওয়ার্ড লিখে অ্য়াপ খুঁজতে পারেন। ভালো রেটিং বা বেশি ডাউনলোড হওয়া কোনো অ্যাপ আপনার ফোনে ইনস্টল করতে পারেন। এই অ্যাপগুলো দাবি করে যে তারা আপনাকে ডিলিটেড মেসেজ দেখাবে। মুছে ফেলা ফটো এবং ভিডিওগুলোও আপনাকে দেখানো হবে। এর পাশাপাশি, অ্যাপগুলোকে নিরাপদ বলে দাবি করা হয়। তবে এই অ্যাপগুলো নিজ দায়িত্বেই আপনাকে ব্যবহার করতে হবে। এই অ্যাপগুলোর বেশিরভাগই আপনার ফোনে আসা নোটিফিকেশনের অ্যাঙ্সে নেয়। এই অ্যাপের দাবি যে আপনার ফোনে আসা নোটিফিকেশন পড়ার পরে তারা সেখান থেকে মেসেজ সেভ করে। যাতে পরে যখন আপনার প্রয়োজন হয়, আপনি তাদের কাছে গিয়ে আপনার মেসেজ দেখতে পারেন। অর্থাৎ একটি অ্যাপ নোটিফিকেশন থেকে আপনার সব মেসেজ পড়ছে, সেগুলো সেভ করছে। সেই অ্যাপটি কোথায় এবং কীভাবে আপনার মেসেজ ব্যবহার করতে পারে তা অনুমান করা আপনার পক্ষে কঠিন। এমনকি হোয়াটসঅ্যাপেও আপনার মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশনের অধীনে নিরাপদ। তবে অন্য কোনও অ্যাপ যদি সেগুলি পড়ে, তবে সেই মেসেজ নিরাপদ নয়। দুটি উপায় আছে। একটি হল পুরানো চ্যাট ব্যাকআপ বের করার উপায়। কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপের জন্য তিনটি বিকল্প দেয়। দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক। সাধারণত একটি বার্তা পাঠানোর পরে প্রেরক কয়েক মিনিটের মধ্যে সেটি মুছে ফেলে, তা হলে আপনার চ্যাট ব্যাকআপে সেটি সংরক্ষিত হওয়ার সম্ভাবনা খুব কম।


এই বিভাগের আরো খবর