বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হৃতিক নিজের চক্ষুদানের সিদ্ধান্ত নিলেন

প্রতিনিধি: / ১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের সুঠাম চেহারায় অনুপ্রাণিত হন আট থেকে ৮০ বছরের মানুষ। তার অভিনয় তো বটেই, দেহসৌষ্ঠব আর শারীরিক সক্ষমতার জন্যও তার বিশেষ খ্যাতি বলিপাড়ায়। হৃতিকের পেশিবহুল ধারালো চেহারা লাখ লাখ অনুরাগীর অনুপ্রেরণা। বিনোদন জগতের অন্যতম ‘ফিট’ অভিনেতা তাকে বলাই যায়। তবে কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় এমন নায়কোচিত চেহারা ছিল না হৃতিকের, যা ছিল তা হলো তার মায়াবী দুই চোখ। ছোটবেলা থেকেই ঈর্ষণীয় তার চোখ। যৌবনে ওই চোখের গহনে মন হারিয়েছেন বহু নায়িকাই। তার চোখের চাহনিতে বাঁধা পড়েছিলেন মেঙ্কিান সুন্দরী বারবারা মোরে। এবার নিজের চোখদানের সিদ্ধান্ত নিলেন অভিনেতা। এর আগে ‘কাবিল’ সিনেমায় হৃতিক রোশন অন্ধ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সিনেমায় অভিনয়ে অনুপ্রাণিত হয়েই হয়তো চোখদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের ৪৩তম জন্মদিনে মৃত্যু পর চোখদানের জন্য নিবন্ধন করিয়েছিলেন এ অভিনেতা। যদিও প্রথম কাউকে বিষয়টি জানাতে চাননি তিনি। পরে অবশ্য সবাইকে বলেছেন অভিনেতা। তিনি সবাইকে চোখদানে উৎসাহিত করেছেন। এর মধ্যে অভিনয় জীবনের ২৫ বছর পার করে ফেলেছেন হৃতিক রোশন। এই ২৫ বছরের ক্যারিয়ারে এই প্রথম হৃতিক কোনো সিনেমা পরিচালনা করতে চলেছেন। বাবা বর্ষীয়ান অভিনেতা-প্রযোজক রাকেশ রোশনের সঙ্গে ‘কৃশ ৪’-এ প্রযোজক হিসেবে জুটি বেঁধেছে যশরাজ ফিল্মস।


এই বিভাগের আরো খবর