সর্বশেষ :
সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ প্রভাব খাটিয়ে পার পাওয়ার চেষ্টা ডাঃ মারুফার, তদন্ত কমিটির রিপোর্ট অনিশ্চিত… চিতলমারীতে ২০ দিনেও ব্যবস্থা হয়নি সিলগালা করা সেই মিমি ক্লিনিকের চলছে চিকিৎসা   ১৭ বছর পর বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন, নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য 
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্যাক কভার লাগাচ্ছেন? অজান্তেই ক্ষতি করছেন ফোনের!

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বর্তমানে জীবনে চলার পথে অতি প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে স্মার্টফোন। যা ছাড়া আজকাল মানুষ নিজেকে চিন্তা করতে পারেন না। একটু খেয়াল করলেই দেখতে পারবেন, প্রায় সবার হাতেই স্মার্টফোন। আর তাতে ব্যাক কভারও লাগানো আছে। অনেকেই ফোনের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে, আবার কেউ কেউ ফোনের সুরক্ষায় ব্যাক কভার লাগিয়ে থাকেন। স্মার্টফোনে ব্যাক কভার ব্যবহারের সুবিধা সম্পর্কে কমবেশি সবাই জানি। তবে এর নেতিবাচক প্রভাবও রয়েছে। স্মার্টফোনে কভার সঠিক ভাবে ব্যবহার না করলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। চলুন একনজরে জেনে নেই এসব ক্ষতি সম্পর্কে-

ফোন গরম হওয়া
অ্যান্ড্রয়েড হোক বা আইওএস, যে কোনও স্মার্টফোনের সমস্যা হচ্ছে দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে গরম হয়। যত দ্রুত ব্যাটারি খরচ হয়, তত দ্রুত গরম হয় ফোন। এ পরিস্থিতিতে ফোনে কভার লাগানো থাকলে গরমের মাত্র আরও বেড়ে যায়। যা ফোনের পারফরম্যান্সেও প্রভাবিত হয়। ফলস্বরূপ ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই ফোন হালকা গরম হলেই কভার খুলে রাখতে হবে।

ময়লা জমে থাকা
অনেকই মনে করেন কভার লাগানো হয়ে গেলেই কাজ শেষ। কভার খুলে পরিষ্কার করার কথা তো অনেকের মাথাতেই আসে না। এ অবস্থায় ধীরে ধীরে পেছনের প্যানেলে ধুলা জমার ফলে ফোনে প্রচুর ময়লা জমে যায়। এছাড়া ফোনে অনেক সময় স্ক্র্যাচও দেখা যায়। এতে ফোনে অনেক ধরনের ক্ষতি হতে হবে। বিশেষজ্ঞদের কথায়, ব্যাক কভার হট সিঙ্কে বাধা হয়ে দাঁড়ায়। যা ফোনের একাধিক যন্ত্রাংশের ওপর প্রভাব ফেলে। বহু ফোনেই দেখা যায়, সবুজ লাইন। বিশেষজ্ঞদের দাবি, এর নেপথ্যেও কারণ এই অতিরিক্ত তাপ। যার জেরে নির্ধারিত সময়ের আগেই ফোনে নানারকম সমস্যা দেখা যায়। প্রভাব পড়ে ক্যামেরাতেও। তাই ফোন ব্যবহার করা উচিত কভার ছাড়াই।

সিগন্যালের সমস্যা
ধাতব ব্যাক কভারের কারণে নেটওয়ার্কের সমস্যা খুব সাধারণ ব্যাপার। যেখানে সিগন্যাল এমনিতেই কম, সেখানে সমস্যা আরও বেড়ে যায়। তবে ফোনের কভার ফোনটিকে ধুলাবালি থেকে রক্ষা করে। হাত থেকে হঠাৎ পড়লেও বড় ক্ষতির হাত থেকে বেঁচে যায়। তাই যদি আপনার কভার ব্যবহার করতেই হয় তাহলে বাজারে হালকা এবং পাতলা ব্যাক কভারও পাওয়া যায় সেগুলো ব্যবহার করুন। এগুলো ফোনে লাগালে কোনো ক্ষতি হয় না।


এই বিভাগের আরো খবর