সর্বশেষ :
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলের লিফলেট বিতরণ আফতাবউদ্দিন কলেজে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণা দুবলাচরে হরিণ শিকারীদের হামলায়  শরণখোলা রেন্জ কর্মকর্তা আহত ইসরায়েলের লেবাননে ব্যাপক হামলা চালানোর হুমকি সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের ভারত বৈশ্বিক পাসপোর্ট সূচকে রুয়ান্ডার চেয়েও পেছনে পড়েছে আরব আমিরাত সুদানে বিদ্রোহীদের চীনা ড্রোন-কামান দিচ্ছে মেক্সিকোতে প্রকাশ্যে মেয়রকে গুলি করে হত্যা বর্তমানে ট্রাম্প-পুতিন জরুরি বৈঠকের কোনো প্রয়োজন নেই : রুশ মুখপাত্র যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সোচ্চার হতে বললেন ওবামা
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চালু হলো এশিয়ান চলচ্চিত্র নির্মাতাদের জন্য শর্ট ফিল্ম ফান্ড

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ মে, ২০২৫

হংকং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সোসাইটি এবং নাউনেস এশিয়া যৌথভাবে এশিয়ান শর্ট ফিল্ম ফান্ড চালু করেছে। এই তহবিলের লক্ষ্য হলো এশিয়া অঞ্চলের উদীয়মান পরিচালক ও প্রযোজকদের অর্থ সহায়তা ও শিল্প নির্দেশনা প্রদান। ফান্ডটির সফটওয়ার লঞ্চ হয় গত মার্চে। তখন হংকং ফিলমার্কেট চলছিল। এতে ছবি জমা দেয়া যাবে ৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত। জানা গেছে, প্রথম ধাপে তিনটি শর্ট ফিল্ম প্রজেক্ট নির্বাচন করা হবে। এ তিনটি ছবি সর্বোচ্চ ৩৫,০০০ ডলার পর্যন্ত অনুদান পাবে। পাশাপাশি নির্বাচিতরা এশিয়ার খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে মেন্টরশিপ, এবং স্ক্রিপ্ট থেকে প্রোডাকশনসহ নানা রকম সহায়তা পাবেন। এই শর্ট ফিল্মগুলো ২০২৬ সালে হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরে প্রিমিয়ার হবে। হংকং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সোসাইটির নির্বাহী পরিচালক অ্যালবার্ট লি বলেন, ‘আমরা এশিয়ার সাহসী, মৌলিক গল্পের নির্মাতাদের উৎসাহিত করতে চাই। শিল্প ও সৃজনশীলতার মধ্যে সেতুবন্ধ তৈরি করে আমরা এমন গল্প তুলে আনতে চাই যা এই অঞ্চলের বৈচিত্র্য ও গতিশীলতাকে তুলে ধরে। এশিয়ান শর্ট ফিল্ম ফান্ড আমাদের সেই অঙ্গীকারেরই প্লাটফর্ম।’ আরও জানা গেছে, প্রাথমিকভাবে ১০টি প্রজেক্ট শর্টলিস্ট করা হবে। সেই ছবিগুলোর নির্মাতারা আগস্টের শুরুতে অনলাইন পিচ সেশনে অংশগ্রহণ করবেন। এরপর তাদের জন্য থাকবে বিভিন্ন দেশের সিনেমা ইন্ডাস্ট্রি মেন্টরের সঙ্গে আলাদা বৈঠক। সেখান থেকে চূড়ান্ত তিন বিজয়ীর নাম আগস্টের শেষ দিকে ঘোষণা করা হবে।


এই বিভাগের আরো খবর