মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার হবে ইনস্টাগ্রাম স্টোরি

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। দিনভর ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে পোস্ট, স্টোরি ও রিল দিয়ে নিজেকে প্রকাশ করার প্রবণতা বেড়েই চলেছে। সেই প্রেক্ষিতে মেটা এবার তাদের জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে আরও সহজ এবং স্মার্ট সংযোগ আনতে চলেছে। এখন থেকে আর আলাদা আলাদা অ্যাপে ঢ়ুকে স্টোরি পোস্ট করার প্রয়োজন হবে না। সম্প্রতি মেটা ঘোষণা করেছে, ইন্সটাগ্রাম স্টোরি এখন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করা যাবে! ক্রস পোস্টিং ফিচারের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী একবার ইন্সটাগ্রামে স্টোরি আপলোড করলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে প্রকাশিত হয়ে যাবে। এই ফিচার ইতিমধ্যেই কিছু নির্বাচিত ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। খুব শিগগিরই এই ফিচার সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা।


এই বিভাগের আরো খবর