মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

ঘটনার এক মাস পর মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হয়। গতকাল রোববার আদালতে আসামি হিটু শেখসহ চার জনকে অভিযুক্ত করে এই চার্জশিট দাখিল করা হয়। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, চাঞ্চল্যকর এ মামলায় অভিযুক্ত চার আসামির বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে নিহত আছিয়ার ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখ হত্যার হুমকি ও ভয়ভীতি এবং হিটু শেখের স্ত্রী জায়েদা খাতুনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়। উল্লেখ্য, ৮ বছরের শিশু আছিয়া গত ৫ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা খাতুন বাদী হয়ে চার জনকে আসামি করে মাগুরা সদর থানায় ধর্ষণ মামলা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ তার মৃত্যু হয়। তখন ধর্ষণের প্রতিবাদে ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারা দেশে ব্যাপক আন্দোলন হয়।


এই বিভাগের আরো খবর