মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড

প্রতিনিধি: / ৯৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ মার্চ, ২০২৫

স্পোর্টস: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রোববার মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে এই ম্যাচ। ইতিমধ্যে দু’দলই দুটি করে ম্যাচ জিতে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। তাই এই ম্যাচটি নিয়মরক্ষার হলেও, গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে উভয় দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে।
নিউজিল্যান্ড এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে দারুণ সূচনা করেছিল। ওপেনার উইল ইয়ংয়ের ১০৭ রান এবং টম লাথামের ১১৮ রানের সুবাদে নিউজিল্যান্ড ৩০৭ রানের বড় টার্গেট দাঁড় করায়। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। এই ম্যাচে রাচিন রবীন্দ্র ১১২ রানের অসাধারণ ইনিংস খেলেন।
অন্যদিকে, ভারতও তাদের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে শুরু করে টিম ইন্ডিয়া। ওপেনার শুভমান গিল অপরাজিত ১০১ রানের দারুণ ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত। এই ম্যাচে অধিনায়ক বিরাট কোহলি ১১১ বলে ১০০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন।
সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় উভয় দলই গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে। ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লোকেশ রাহুল বলেন, “এ ধরনের ম্যাচে কিছু পরিবর্তনের চিন্তা থাকে টিম ম্যানেজমেন্টের। যারা এখনও খেলার সুযোগ পায়নি, তাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা থাকতে পারে। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা।”
নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “একাদশে কিছু পরিবর্তন আসতে পারে, তবে আমরা সেটি নিয়ে বেশি ভাবছি না। আমাদের লক্ষ্য সেমিফাইনালের আগে নিজেদের আরও একবার ঝালাই করে নেওয়া। পাশাপাশি জয়ের ধারাবাহিকতা বজায় রেখে সেমিফাইনালে খেলতে চাই।”
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১১৮টি ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ৬০টি এবং নিউজিল্যান্ড জিতেছে ৫০টি। ১ ম্যাচ টাই এবং ৭টি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।


এই বিভাগের আরো খবর