মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মেসির পেনাল্টির দক্ষতার পেছনে নেইমারের অবদান

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্বের গাঢ়তা সবারই জানা, যার শুরু বার্সেলোনা থেকে। দুজনের গন্তব্য ভিন্ন হলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের তারকার মধ্যে সম্পর্ক এখনও অটুট রয়েছে। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিয়ে এবার চমকপ্রদ তথ্য দিলেন নেইমার। মেসির পেনাল্টি নেওয়ায় দক্ষতা বাড়াতে তিনি বেশ সাহায্য করেছিলেন। সম্প্রতি পডপাহ পডকাস্টে উপস্থিত হয়ে নেইমার ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মেসির সঙ্গে কাটানো দারুণ মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেছেন। সেখানেই পেনাল্টির ব্যাপারে ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে পরামর্শ নেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। নেইমার স্বীকার করেছেন, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তার কাছে সহযোগিতা চাওয়ায় বিস্মিত হয়েছিলেন। তিনি বলেন, ‘আমি মেসিকে তার পেনাল্টি নিতে সাহায্য করেছিলাম। আমরা ট্রেনিং করছিলাম এবং সে আমাকে জিজ্ঞাসা করলো, ‘তুমি কী করে এভাবে পেনাল্টি নিতে পারো?”নেইমার বলে গেলেন, ‘আমি আশ্চর্য হয়ে বললাম, ‘তুমি কি ঠিক আছো? তুমি মেসি! আমি পারলে তো তুমিও পারবে’। তারপর আমি তাকে দেখালাম কীভাবে নিতে হয় এবং সে অনুশীলন করলো।’


এই বিভাগের আরো খবর