মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কর্নার থেকে নেইমারের দৃষ্টিনন্দন গোল

প্রতিনিধি: / ১০৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

ইন্টারন্যাশনাল দে লিমেইরার মাঠে খেলতে গিয়ে সমর্থকদের দুয়োধ্বনি শুনছিলেন নেইমার। সেই দুয়োর জবাব দিলেন অবিশ্বাস্য এক গোলে। কর্নার কিক থেকে সরাসরি গোল করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তার দল সান্তোস ৩-০ গোলে পরাজিত করেছে ইন্টারন্যাশনাল দে লিমেইরাকে। বার্সেলোনা এবং প্যারিস সেন্ট-জার্মেইর সাবেক তারকা নেইমার ম্যাচের নবম মিনিটে টিকিনহো সোয়ারেসের গোলে অ্যাসিস্ট করার পর ২৭ মিনিটে একটি কর্নার নিতে যান। কর্নার ফ্ল্যাগের দিকে হাঁটার সময় গ্যালারির স্বাগতিক সমর্থকরা তাকে বিদ্রুপ করতে থাকে। ৩৩ বছর বয়সী নেইমার তখনই যেন নেতিবাচক প্রতিক্রিয়া উপভোগ করতে শুরু করেন। কর্নার নেওয়ার আগে তিনি হাত কানে নিয়ে সমর্থকদের আরও জোরে চিৎকার করতে উৎসাহিত করেন। এরপর, তিনি এমন এক দুর্দান্ত কর্নার কিক নেন, যা গোলকিপারকে পরাস্ত করে দূরের পোস্টে লেগে সরাসরি জালে প্রবেশ করে। তারপরই বিদ্রুপের আওয়াজ থেমে গিয়ে সান্তোস সমর্থকদের উল্লাসে স্টেডিয়াম প্রকম্পিত হয়। এদিকে নেইমার গোল উদযাপন করেন একটি বিজ্ঞাপনী বোর্ডে বসে, হাত গুটিয়ে কাঁধ ঝাঁকিয়ে একটি দুষ্টুমি ভরা ভঙ্গি করে। পরবর্তীতে তিনি আরও একটি অ্যাসিস্ট করেন, টিকিনহোকে তার দ্বিতীয় গোলের সুযোগ করে দেন। সৌদি প্রো লিগের দল আল-হিলাল থেকে ৩০ জানুয়ারি সান্তোসে ফিরে আসার পর এটি ছিল নেইমারের ষষ্ঠ ম্যাচ। তার দ্বিতীয় মেয়াদে সান্তোসের হয়ে এটি ছিল তার দ্বিতীয় গোল, এর আগে গত সপ্তাহে আগুয়া সান্তার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন নেইমার।


এই বিভাগের আরো খবর