মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ডিপিএল এখনো দল পাননি লিটন

প্রতিনিধি: / ১০৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি লিটন দাসের। তবে জাতীয় দল থেকে বাদ পড়ার পর বিপিএলে দারুণ এক সেঞ্চুরি করেন তিনি। ছিলেন রানের মধ্যেও। তবুও ঢাকা প্রিমিয়ার লিগে এখনও দল পাননি লিটন। অবশ্য এই ডানহাতি ব্যাটারের দল না পাওয়ার কারণ পারফরম্যান্স নয়। বেশ কয়েকটি ক্লাবের সঙ্গেই লিটনের কথাবার্তা হয়েছে বলে জানা গেছে। টাকার অঙ্ক মিলছে না বলেই এখনো কোনো দলে নাম লেখানো হয়নি লিটনের। একটি ক্লাবের স্বত্বাধিকারী জানিয়েছেন, তাঁদের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেলেও শেষ পর্যন্ত আর কিছু চূড়ান্ত হয়নি। দুই দিন দলবদল হলেও লিটন তাই এখনো খুঁজে পাননি কোন দল। এই তারকা অবশ্য দলবদলের প্রথম দিনই সিসিডিএম কার্যালয়ে এসে নিজের টোকেন তুলে নিয়ে গেছেন। তাই গত রোববার সন্ধ্যায় দুই দিনে দলবদল করা ১৬৫ জন ক্রিকেটারের তালিকাতেও ছিলোনা লিটনের নাম। তবে এখনো লিটনের প্রিমিয়ার লিগ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। সিসিডিএমের সদস্যসচিব সাজ্জাদ হোসেইন জানিয়েছেন, লিটন যেহেতু টোকেন তুলে নিয়েছেন, এখন চাইলে যেকোনো সময়ই নিজের ক্লাব বেছে নিতে পারবেন। পুরোটাই নির্ভর করছে তার ওপর। বিপিএলেও এবার কম পারিশ্রমিকে খেলেছেন ক্রিকেটাররা।ডিপিএলেও অবস্থাটা একই রকম। বিভিন্ন সূত্রে জানা গেছে, এবারের প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক গতবারের চেয়ে অর্ধেক বা তারও বেশি কমে গেছে। এ নিয়ে আক্ষেপ আছে ক্রিকেটারদের মধ্যে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম নাম লিখিয়েছেন মোহামেডানে। আফিফ হোসেন, আকবর আলী, তানজিম হাসানদের নিয়ে তারুণ্যনির্ভর দল গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।


এই বিভাগের আরো খবর