মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওয়াসিম পাকিস্তানি বোলারদের তীব্র সমালোচনায়

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান। ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করলেও মাঠের খেলায় ব্যর্থ মোহাম্মদ রিজওয়ানের দল। টানা দুই ম্যাচ হারের পর পুরো দল নিয়ে বইছে সমালোচনার ঝড়। এবার আলাদাভাবে বোলারদের ধুয়ে দিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। অতীতে ভয় ধরানো বোলিং আক্রমণ ছিল পাকিস্তানের। ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতে যথেষ্ট ছিল ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের মতো নামগুলো। তরুণদের কাছে তারা ছিলেন একেকজন আদর্শ। তবে তাদের উত্তরসূরী হিসেবে আঁচড় কাটতে ব্যর্থ হয়েছেন শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতে বিপক্ষে কোনো রকম পাত্তায় পায়নি পাকিস্তানের এই পেসত্রয়ী। একমাত্র পেসার হিসেবে আফ্রিদি দুইটি উইকেট পেলেও তিনি ওভার প্রতি রান খরচ করেছেন ৯.২৫। নাসিম অবশ্য ছিলেন মিতব্যয়ী। তবে দিনশেষে উইকেট আদায় করতে পারেননি তিনি। রান বিলিয়েছেন রউফও। ওভার প্রতি রানখরচ করেছেন ৭.৪২ গড়ে। নিজে পেসার ছিলেন বলেই হয়ত পেসারদের ব্যর্থতা আলাদাভাবে চোখে পড়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের। সমালোচনার তীরে বিদ্ধ করেছেন পাকিস্তানের পেসারদের। সাবেক এই কিংবদন্তির মতে, ওমান ও যুক্তরাষ্ট্রের চেয়ে খারাপ অবস্থা পাকিস্তানি বোলারদের।ওয়াসিম বলেন, ‘যথেষ্ট হয়েছে। আপনারা তাদের তারকা বানিয়েছেন। গত পাঁচ ওয়ানডেতে পাকিস্তানের বোলাররা ৬০ গড়ে ২৪ উইকেট নিতে পেরেছে। অর্থাৎ প্রতি উইকেটে ৬০ রান খরচ করেছে তারা। আমাদের গড় ওমান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও খারাপ। যে ১৪টি দল ওয়ানডে খেলছে, তাদের মধ্যে পাকিস্তানের বোলিং গড় দ্বিতীয় সর্বাধিক খারাপ।’


এই বিভাগের আরো খবর