মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জীবনের নতুন ইনিংস শুরু করলেন টাইগার ওপেনার জাকির হাসান

প্রতিনিধি: / ১০৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

স্পোর্টস: বাংলাদেশ জাতীয় দলের ওপেনার জাকির হাসান বিয়ের মধ্য দিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। শুক্রবার তিনি তার সঙ্গিনী সারাহ নুসরাত অদ্রির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নববধূ অদ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই বিশেষ মুহূর্তে তার পাশে ছিলেন জাতীয় দলের সতীর্থরা। বিয়েতে উপস্থিত ছিলেন ওপেনার নাঈম শেখ, অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবসহ আরও কয়েকজন ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে আফিফ লিখেছেন, “তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।”
তবে জাকিরের জন্য বিশ্রামের সুযোগ তেমন নেই। কারণ, তার বিয়ের পরেই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদল, এবং এবারের আসরে তিনি খেলবেন প্রাইম ব্যাংকের হয়ে।
সম্প্রতি বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন জাকির। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ম্যাচে ৩৮৯ রান করেছেন তিনি, যেখানে তার গড় ছিল ৩৫.৩৬ এবং স্ট্রাইক রেট ১৪০.৪৩। এবার ডিপিএলেও নিজের ফর্ম বজায় রাখতে চান জাকির, যাতে তার নতুন ইনিংসটি আরও সফল হয়।
জাকিরের বিয়ের এই বিশেষ দিনটি শুধু তার ব্যক্তিগত জীবনের জন্য, বরং বাংলাদেশের ক্রিকেটের জন্যও এক স্মরণীয় মুহূর্ত।


এই বিভাগের আরো খবর