বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কাউন্টারভিত্তিক বাস চলাচল কার্যক্রম শুরু

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

নগর পরিবহনে শৃঙ্খলা আনতে ঢাকা মহানগরীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কাউন্টার থেকে টিকিটিং পদ্ধতিতে গোলাপি রঙের বাস চলাচল। বেলা পৌনে ১২টায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ঢাকার আব্দুল্লাহপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যের ২১টি কোম্পানির বাস চলবে টিকিট কাউন্টারভিত্তিতে। উদ্বোধনের জন্য এরই মধ্যে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে বাসগুলো। টিকিট বিক্রির জন্য বুথগুলোও প্রস্তুত করা হয়েছে। উদ্বোধনের শুরুতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমাদের বাসগুলো গরু-মহিষের মতো একটা আরেকটার পেছনে ধাক্কাধাক্কি করে। এটি বন্ধ করতে হবে। ডিএমপি থেকে সব ধরনের সহায়তা করা হবে। আমরাও চাই সড়কের শৃঙ্খলা ফিরে আসুক। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বলেন, ‘প্রথমে আমরা এটি চালু করলাম। সামনে আরও তিনটি রুটে এই ব্যবস্থা চালু করবো। এ ব্যবস্থার কারণে বাস ভাড়া বাড়বে না। এর আগে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি থেকে জানানো হয়, বর্তমানে যেসব রুট ধরে ঢাকায় বাস ঢোকে সেখান থেকে প্রাথমিকভাবে চারটি অংশে কাউন্টার পদ্ধতিতে বাস চালানো হবে। এর মধ্যে গাজীপুর-আবদুল্লাহপুর থেকে আসা বাস; মানিকগঞ্জ-ধামরাই-সাভার হয়ে ঢাকায় প্রবেশ করা বাস; বসিলা-মোহম্মদপুর থেকে আসা বাস ও মিরপুর থেকে ছাড়া বাসগুলোকে মাসখানেকের মধ্যে কাউন্টার পদ্ধতিতে আনা হবে। এই কার্যক্রম শুরু করা হবে আবদুল্লাহপুর অংশের বাস দিয়ে। এর জন্য একশ’টি বাস গোলাপি রঙ করে প্রস্তুত করা হয়েছে। এসব বাসে ই-টিকেটিং ব্যবস্থা রাখা হবে।


এই বিভাগের আরো খবর