বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল খেলার পুরস্কার

প্রতিনিধি: / ১২৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রীতি ফুটবল খেলা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে মূলঘর নিয়তি যুব সংঘের মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আ. আলিম শেখ, প্রশাসনিক কর্মকর্তা এসএম দাইদ আলী, প্রশাসনিক কর্মকর্তা প্রবীর কুমার শীল প্রমূখ।
খেলায় উপজেলার লালদলকে ৩-৫ গোলের ব্যবধানে হারিয়ে নীলদল চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন মো. মিরাজ সরদার, সহযোগি ছিলেন লাচ্চু মোড়ল ও জাহিদুল ইসলাম।


এই বিভাগের আরো খবর