সর্বশেষ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খুলনায় এনসিপি নেতাকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও দলটির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি ঘটে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।”

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা নগরীর সার্জিক্যাল এলাকা বা গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার কাছাকাছি সময় এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে প্রয়োজনীয় পরীক্ষার জন্য তাকে সিটি স্ক্যানসহ অন্যান্য চিকিৎসা কার্যক্রমে নেওয়া হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মোতালেব শিকদারের চিকিৎসা চলছে। তিনি বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। হামলায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”

সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ মণ্ডল বলেন, “খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। হামলার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।”

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, মোতালেব শিকদার দলটির খুলনা বিভাগীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদের ওপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর