সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টেস্ট চ্যাম্পয়নশিপের ফাইনালে উঠলো প্রোটিয়ারা

প্রতিনিধি: / ২০১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

শেষটা রোমাঞ্চকর হবে এমনটাই প্রত্যাশিত ছিল। প্রত্যাশার ষোলকলা পূর্ণ করল সেঞ্চুরিয়ন টেস্ট। ২ উইকেটের রোমাঞ্চে ঠাসা জয়ে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তাদের জন্য এটিই হতে যাচ্ছে প্রথম ফাইনাল। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে প্রোটিয়া ব্যাটারদের ভুগিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস। ক্রিজে থিতু হয়ে যাওয়া এইডেন মারক্রামকে দলের ৬২ রানের মাথায় ফেরান আব্বাস। ৬৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন মারক্রাম। মারক্রাম বিদায় নিলেও অধিনায়ক টেম্বা বাভুমা ক্রিজে টিকে ছিলেন। সাবলীল ব্যাটিংয়ে দলকে কক্ষপথেই রেখেছিলেন বাভুমা। তবে দলের ৯৬ রানের মাথায় ৭৮ বলে ৪০ রান করে বাভুমা আউট হলেই জমে যায় খেলা। এরপর মাত্র ৩ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ফেরে পাকিস্তান। শেষ দিকে ৯ম উইকেটে জুটি গড়েন মার্কো ইয়ানসেন এবং কাগিসো রাবাদা। দুজনের ব্যাটিং দৃঢ়তায় আশা দেখতে থাকে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানও চেষ্টা চালিয়ে গেছে। দুই দলের দারুণ লড়াইয়ে দারুণভাবে জমে যায় খেলা। ক্রিজে যেন আঠার মত লেগে গিয়েছিলেন ইয়ানসেন এবং রাবাদা। দুজনের ব্যাটিং বীরত্বে ম্যাচ জেতার খুবই কাছে চলে যায় দক্ষিণ আফ্রিকা। বেশি উজ্জ্বল ছিলেন রাবাদা। শেষ দিকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন ইয়ানসেন। ২৬ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন রাবাদা। অন্যদিকে ইয়ানসেন টিকে ছিলেন ২৪ বলে ১৬ রান করে। ২ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হয়ে ৬ উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস। ১টি করে উইকেট শিকার করেন খুররাম শাহজাদ এবং নাসিম শাহ। দক্ষিণ আফ্রিকার এই জয়ের ফলে নিশ্চিত হয়েছে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।


এই বিভাগের আরো খবর