মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে দাবানল, বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

প্রতিনিধি: / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ আশেপাশের কয়েক ডজন গ্রামের বাসিন্দাদের ‘অবিলম্বে’ বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের জরুরি পরিষেবার একজন মুখপাত্র জানিয়েছেন, মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) পশ্চিমে গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন প্রায় ৬০০ দমকলকর্মী। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ৫৫ হাজার হেক্টর জমিতে এই দাবানল জ্বলছে, যা পার্কটির প্রায় এক-তৃতীয়াংশ।তবে এখন পর্যন্ত হতাহত বা বাড়িঘর ধ্বংসের কোনও খবর পাওয়া যায়নি। অঙ্গরাজ্য জরুরী পরিষেবাগুলো ২৪টিরও বেশি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। এসব এলাকায় কয়েকশ’ মানুষ বসবাস করেন। ভিক্টোরিয়া স্টেট কন্ট্রোল সেন্টারের মুখপাত্র লুক হেগার্টি বলেছেন, দিনের বেলায় ঝড়ো বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।


এই বিভাগের আরো খবর