দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুব। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে আসার কথা রয়েছে তার। তবে বিপিএল শুরুর কয়েকদিন আগে তার খেলতে আশা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। গত অক্টোবর মাসে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে সাইম আইয়ুবকে দলে ভেড়ায় ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের বড় নাম এই পাকিস্তান বাঁহাতি ব্যাটার। সমপ্রতি অসাধারণ ফর্মে আছেন এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যসমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুইটি সেঞ্চুরি করেছেন সাইম। গতকাল শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষ করে বিপিএলে খেলতে আসার কথা রয়েছে তার। তবে এরপর ব্যস্ত সূচি রয়েছে পাকিস্তানের। জানুয়ারি মাসের ১৬ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজও। সবমিলিয়ে এমন ব্যস্ত সূচির মধ্যে পিসিবি থেকে এনওসি পাচ্ছেন না সাইম আইয়ুব। ড্রাফট থেকে দলে নিলেও তাই শেষ পর্যন্ত সাইমের খেলা অনিশ্চিত। এর বাইরে ঢাকা ক্যাপিটালস এই বিপিএলের স্কোয়াড ঘোষণা করেছে। সেখানেও নেই সাইমের নাম। তাই সাইমের বিপিএলে না খেলা একপ্রকার নিশ্চিত। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর।