সর্বশেষ :
এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় : মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর   পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্মে দুর্গন্ধে পাঠদান ব্যাহত — প্রশাসনের হস্তক্ষেপ দাবি নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন জাল স্বাক্ষরে পদত্যাগপত্র তৈরীর অভিযোগ, বাতিল হয়েছে এমপিও ১৫ বছর ধরে নীজ কর্মস্থল থেকে বিতাড়িত অধ্যক্ষ দিদারুল ইসলাম বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল আফগানিস্তানকেভারতের‘দালাল‘বললেনপাকিস্তানেরমন্ত্রী টমেটোর পর পেঁয়াজেরবাজারেআগুন, চরম ভোগান্তিতেপাকিস্তানের ক্রেতারা মোরেলগঞ্জে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধের ওপর হামলা: দাড়ি টেনে ছেঁড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ন্যায়বিচার দাবি এলাকাবাসীর
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফ্রিল্যান্সিং প্ল্যাটফরমে প্রতারণা থেকে বাঁচার উপায়

প্রতিনিধি: / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

আইটি: প্রতিটি ফ্রিল্যান্স কাজের প্ল্যাটফরম কিছু নিজস্ব প্রটোকলের মাধ্যমে কর্মী ও গ্রাহকদের মধ্যে যোগাযোগ করিয়ে দেয়। তাদের মাধ্যমেই কর্মীরা গ্রাহকদের সঙ্গে কথা বলে কাজ বুঝে নেন, কাজ শেষে সেটা জমা দেওয়ার মাধ্যমও সেটিই। গ্রাহকরা কাজ বুঝে পাওয়ার পর প্ল্যাটফরমের মাধ্যমেই মূল্য পরিশোধ করেন। প্রতিটি গ্রাহক ও কর্মীরই উচিত প্ল্যাটফরমে যোগ দিয়েই তাঁর সব নিয়ম ও নীতিমালা পড়ে নেওয়া। কেননা বেশির ভাগ প্রতারকই প্ল্যাটফরমের নীতিমালার বাইরে কাজ করার জন্য অনুরোধ করে থাকে। অতিরিক্ত লাভজনক অফারে সতর্ক থাকুন প্রতিটি কাজের নিজস্ব ঘণ্টাপ্রতি পেমেন্টের হার রয়েছে। প্রতারকরা অতিরিক্ত পেমেন্টের লোভ দেখিয়ে প্রায় সময়ই ফ্রিল্যান্সারদের আকর্ষণ করার চেষ্টা করে। যে কাজের জন্য বাকি সবাই দিচ্ছে ঘণ্টায় ১০ ডলার, প্রতারকরা হয়তো ২০ বা ৫০ ডলারও দেওয়ার প্রতিশ্রæতি দিতে পারে। প্রায় ৯৯ শতাংশ ক্ষেত্রে এসব অফার পুরোটাই ভুয়া।
কাজ পাওয়ার জন্য টাকা দেবেন না
কর্মীদের কাজ দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে তাদের থেকে বানোয়াট ফি হাতিয়ে নেওয়ার প্রতারণা তুমুল জনপ্রিয়। হয়তো সেটা হতে পারে প্রশিক্ষণ ফি, বিশেষ কোনো সফটওয়্যার কেনার মূল্য বা সেফটি ফি। মনে রাখতে হবে, ফ্রিল্যান্স প্ল্যাটফরমে এমন কোনো বাড়তি ফি দিয়ে এরপর কাজ পাওয়ার রেওয়াজ নেই।
প্ল্যাটফরমের বাইরে লেনদেন করবেন না
এসক্রো সিস্টেম একই সঙ্গে গ্রাহক ও কর্মী- দুজনকেই সুরক্ষিত রাখে। গ্রাহক কাজ করিয়ে মূল্য দেবে না অথবা কর্মী অগ্রিম নিয়ে পালিয়ে যাবে-দুটি সমস্যারই সমাধান ফ্রিল্যান্স প্ল্যাটফরমের ‘এসক্রো সিস্টেম’। প্রতারকরা বেশির ভাগ সময়ই ‘পেপালে দিব’ বা এ ধরনের অফার করে থাকে, যাতে কর্মী কাজ করে দেওয়ার পর মূল্য পরিশোধ করা না লাগে।
আগে মূল্য পরিশোধ, পরে কাজ
অনেক ক্ষেত্রেই গ্রাহকরা আগের কাজের পোর্টফোলিও দেখতে চান। সেটা স্বাভাবিক। তবে কাজ দেওয়ার আগে নমুনা (স্যাম্পল) কাজ বিনা মূল্যে করে দেখানোর জন্য অনুরোধ শুধু প্রতারকরাই করে থাকে। তাদের কাক্সিক্ষত কাজকে স্যাম্পল হিসেবে করিয়ে নেওয়ার পর তারা অন্য কাউকে কাজটি দেওয়া হয়েছে জানিয়ে দেবে। পেইড কাজ পাওয়ার পর সেটা গ্রহণ করার আগে অবশ্যই দেখে নিতে হবে কাজের পুরো বাজেট তারা এসক্রো করেছে কি না। এখন অর্ধেক দিচ্ছি, কাজ শেষ করার পর বাকিটা দেব-এমন অফার মানেই প্রতারণা।
মূল্য ছাড়া কাজ নয়
এক্সপোজার বা ইকুইটি দিয়ে কেনাকাটা করা সম্ভব নয়। তাই কাজের বিপরীতে অর্থ ছাড়া অন্য কোনো উৎকাচ গ্রহণ করা উচিত নয়। এভাবে করেই বিনা মূল্যে একের পর এক কাজ প্রতারকরা ফ্রিল্যান্সারদের মাধ্যমে করিয়ে যাচ্ছে।
কাজের লিস্টিং বিশ্বস্ত সাইটে মানেই সেটা নিরাপদ নয়
প্রতিটি স্বনামধন্য ফ্রিল্যান্সার প্ল্যাটফরমই নিরলসভাবে প্রতারক দমনে কাজ করে যাচ্ছে। এর পরও কিছু প্রতারণার ফাঁদ রয়েই যায়। একটি কাজের লিস্টিং আপওয়ার্কে দেখেছেন মানেই সেটা পুরোপুরি বিশ্বাসযোগ্য, সেটা ভাবার কোনো কারণ নেই।


এই বিভাগের আরো খবর