সর্বশেষ :
একাদশী উৎসবে পদদলিত হয়ে ভারতে নিহত ১০ ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী ইরানের তাবরিজ বিমানবন্দরে বিমান বিধ্বস্ত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন—ইসি সর্বত্রভাবে প্রস্তুত: ইসি আনোয়ারুল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন ফেব্রুয়ারিতেই: ধর্ম উপদেষ্টা খাদ্যনিরাপত্তা ক্রমেই হুমকির মুখে পড়ছে: উপদেষ্টা ফরিদা ১৯৭১ আমাদের অস্তিত্ব, পরিচয় ও স্বাতন্ত্র্যে: মির্জা ফখরুল জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগের  নেতৃত্বে ২শ” হিন্দু বিএনপিতে যোগদান বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন  পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান 
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যেভাবে ফোনের গ্যালারির স্টোরেজ খালি করবেন

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আইটি: ফোনের স্টোরেজ পূর্ণ হয়ে অনেকের ফোন হ্যাং করে। এমন অবস্থায় কোন ছবিগুলো রাখবেন, আর ডিলিট করবের তা নিয়েও ঝামেলায় পরতে হয়। এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক কীভাবে ফোন ঠিক রেখে হাজার হাজার অপ্রয়োজনীয় ছবি ডিলিট করা যায়।
১. ছবি নিরাপদে গুছিয়ে রাখার সহজ উপায় হল ফটো স্টোরেজ সফটওয়্যার-এর ব্যবহার। আইফোন হলে অ্যাপল ফটো এবং অ্যান্ড্রয়েডের জন্য গুগল ফটো অ্যাপ। দুই অ্যাপেই ছবি সুরক্ষিত রাখা যায়, এবং অনলাইনে আদান-প্রদান করা যায়। এর ফলে ফোনে থাকা ছবি অনায়াসে ডিলিট করে এখানে জমা করতে পারেন। এ ক্ষেত্রে অ্যাপেলে ৫ জিবি আইক্লাউড স্পেস থাকে বিনামূল্যে, এরপরে বাড়তি জায়গার প্রয়োজন হলে টাকা দিয়ে তা কিনতে হয়। গুগল ড্রাইভে ১৫ জিবি ফটো জমিয়ে রাখা যায়।
২. বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি হোয়াটসঅ্যাপ থেকে মোবাইলে অটো ডাউনলোড হতে থাকে অপ্রয়োজনীয় ছবি-ভিডিও। ফলে ফোনের সেটিংসে গিয়ে ‘অটো-ডাউনলোড’ অপশন বন্ধ করুন এবং এই ধরনের সব অপ্রয়োজনীয় ছবি ভিডিও মুছে ফেলুন।
৩. ক্যামেরা, ডাউনলোড, হোয়াটসঅ্যাপ ইমেজে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছবিগুলো বিভিন্ন অ্যালবাম তৈরি করে রাখুন। এতে অপ্রয়োজনীয় ছবি ডিলিট করতে সুবিধা হবে। ছবি খুঁজে পাওয়াও সহজ হবে।
৪. অ্যাপেল হোক বা গুগল ফটো পছন্দের ছবিতে ফেভারিট অপশন ব্যবহার করুন। যে ছবিগুলো আপনার কাছে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সেখানে এই ফেভারিট অপশন ব্যবহার করুন। পরে প্রয়োজন শেষ হলে তা ডিলিট করে দিন। এর পাশাপাশি মাসে একটি দিন নির্দিষ্ট করে রাখুন যে দিন অপ্রয়োজনীয় সব ছবি মোবাইল থেকে সময় নিয়ে মুছে ফেলুন এর ফলে আপনার ফোন হ্যাং হওয়ার সম্ভাবনা কমবে।


এই বিভাগের আরো খবর