আইটি: নিজেদের বার্ষিক আয়োজনে বেশ কিছু নতুন এআই ফিচার চালু করতে যাচ্ছে কম্পিউটার সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি। এর মধ্যে রয়েছে ফটোশপের জন্য বিভিন্ন নতুন ফিচার যেমন স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ড সরানোর সুবিধা এমনকি ‘ফায়ারফ্লাই’ নামের শক্তিশালী এআই মডেলও। ইলাস্ট্রেটর, ইনডিজাইন ও প্রিমিয়ার প্রো’র মতো সফটওয়্যারেও বিভিন্ন নতুন ফিচার আসছে, যা প্রথাগতভাবে সময়সাপেক্ষ ডিজাইন তৈরির গতি বাড়াবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ। উদাহরণ হিসেবে- নতুন ‘ডিস্ট্র্যাকশন রিমুভাল’ নামের ফিচারটি ফটোশপের রিমুভ টুলে যোগ হয়েছে, যা কিছুটা গুগলের পিক্সেল ফোনে থাকা ‘ম্যাজিক ইরেজার’ ফিচারটির মতো কাজ করে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবির ওপর ব্রাশ ব্যবহার করে দ্রæতই এর বিভিন্ন অযাচিত বস্তু ফেলে দিতে পারেন। গত বছরই এ ফিচারটি আনার ইঙ্গিত দিয়েছিল অ্যাডোবি, এর মাধ্যমে ছবির বিভিন্ন বস্তু যেমন লোকজন, কোনো তার বা কেবল ¯্রফে এক ক্লিকেই সরিয়ে ফেলা সম্ভব। ম্যাজিক ইরেজার টুলটিও একই ধরনের সুবিধা দেয়। বর্তমানে ফিচারটি ফটোশপের ডেস্কটপ ও ওয়েব সংস্করণে পাওয়া যাচ্ছে। এ ছাড়া, ‘পরবর্তীতে আরও ফিচার’ আনার ঘোষণাও দিয়েছে অ্যাডোবি। এমনকি ফটোশপের রিমুভ টুল জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করবে কি না, বিশেষ করে অ্যাডোবি’র ফায়ারফ্লাই ইমেজ মডেলের বেলায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন ব্যবহারকারী। এ ছাড়া, ছবির সেরা ফলাফল পেতে ‘ছবি ও এর দৃশ্যের ভিত্তিতে’ স্বয়ংক্রিয়ভাবে সেরা প্রযুক্তি বাছাই করার তৃতীয় অপশনও রয়েছে এতে।