 
												এআই গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই নিয়ে এসেছে যুক্তি দক্ষতাসম্পন্ন নতুন এআই মডেল। একটি ব্লগ পোস্টের মাধ্যমে ওপেনএআই ড়১ এবং ড়১-মিনি নামের দুটি এআই মডেল নিয়ে আসার কথা জানিয়েছে। এই মডেলগুলোকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে করে কোনো জটিল সমস্যাকে ধাপে ধাপে সমাধানের মাধ্যমে নির্ভুলতা নিশ্চিত করা যায়। উল্লেখ্য, ড়১ মডেলটি গত বৃহস্পতিবার থেকেই চ্যাটজিপিটি এবং এর এপিআই-তে ব্যবহার করা যাচ্ছে। ওপেনএআই-এর অভ্যন্তরে ‘স্ট্রবেরি’ নামে পরিচিত একটি প্রজেক্ট থেকে এই দুটি মডেল তৈরি করা হয়েছে। যুক্তি দক্ষতাকে ব্যবহার করে জটিল কার্যসম্পাদনে এবং আগের মডেলগুলোর তুলনায় গণিত, বিজ্ঞান ও কোডিং সম্পর্কিত বিষয়ে আরও বেশি চ্যালেঞ্জিং সমস্যার সমাধানে সিদ্ধহস্ত নতুন এই এআই মডেল দুটি। এআই মডেলের যুক্তি দক্ষতার উন্নয়নে কাজ করা ওপেনএআই-এর গবেষক নোয়াম ব্রাউন স¤প্রতি নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে নিশ্চিত করেছেন যে এই দুটি এআই মডেল ‘স্ট্রবেরি’ প্রজেক্টেরই ফসল। ব্রাউন লিখেছেন, ‘‘সাধারণ যুক্তি দক্ষতা সম্পন্ন এআই মডেল তৈরিতে ওপেনএআই-তে আমাদের প্রচেষ্টার ফসল আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমরা আনন্দিত।’’ ব্লগ পোস্টে ওপেনএআই দাবী করেছে, ড়১ মডেলটি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের যোগ্যতার পরীক্ষায় ৮৩ শতাংশ স্কোর করেছে। এর আগের মডেল জিপিটি-৪ড় এর স্কোর ছিল ছিল যেখানে মাত্র ১৩ শতাংশ। প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং-এর প্রশ্ন সমাধানেও এআই মডেল দুটিতে উন্নতির ছাপ স্পষ্টতই লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিজ্ঞান বিষয়ক সমস্যা সমাধানে নির্ভুলতার প্রশ্নে এআই মডেল দুটি মানুষের পিএইচডি-স্তরের নির্ভুলতাও ছাপিয়ে গেছে।