সর্বশেষ :
বাগেরহাটে প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী রাহাদ।। মোরেলগঞ্জে মহান বিজয় দিবসে   জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন মরক্কোতে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু গুয়াতেমালার আদিবাসী অঞ্চলে সংঘর্ষে নিহত ১৩ বলসোনারোর সাজা কমানো বিলের বিরুদ্ধে ব্রাজিলে হাজার হাজার মানুষের বিক্ষোভ থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অ্যাপলের নতুন এআই টুলে যা থাকছে

প্রতিনিধি: / ৩২৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ জুন, ২০২৪

আইটি: ডেভেলপার কনফারেন্স ইভেন্টে অ্যাপল ইন্টেলিজেন্স এআই টুলের ঘোষণা করেছে। ইতোমধ্যে চ্যাটজিপিটি ও গুগল জেমিনি এআই টুল নিয়ে কাজ শুরু করে দিয়েছে অ্যাপল। তবে অ্যাপল ইন্টেলিজেন্স দেরি করে শুরু করলেও দুই এআই টুলকে জোরদার টেক্কা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার কারণ মূলত দুটি। প্রথমত, অ্যাপল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠানের সমস্ত ডিভাইসে (আইফোন, আইপ্যাড ও ম্যাক) ডিফল্ট অ্যাপ হিসাবে পাওয়া যাবে। আর বিশ্বে আইফোন ও ম্যাকের ব্যবহারকারীর সংখ্যা কয়েক কোটি। ব্যবহারের দিক দিয়ে প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দেবে অ্যাপল। দ্বিতীয়ত, ব্যবহারকারীদের প্রাইভেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে অ্যাপল। অর্থাৎ ব্যবহারকারীদের থেকে যতটা সম্ভব কম তথ্য নিয়ে সর্বোচ্চ সেবা দেওয়া। কেননা পাওয়ার ক্লাউড কম্পিউট নামক এক সিস্টেম দ্বারা ব্যবহারকারীদের ডাটা সুরক্ষিত রাখবে প্রতিষ্ঠানটি।
অ্যাপল ইন্টেলিজেন্স দিয়ে যা যা করা যাবে
অন্য আর পাঁচটা এআই টুল যা যা করে অ্যাপল ইন্টেলিজেন্সে তাই করা যাবে। প্রাথমিকভাবে এআই রাইটিং, ইমেজ এডিটিং ইত্যাদি কাজ করা যাবে। চ্যাটজিপিটি, গুগল জেমিনির মতো এটিও জেনারেটিভ এআই দ্বারা তৈরি একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তবে প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপল ইন্টেলিজেন্স অনেক দ্রæত এবং উন্নত। ব্যবহারকারীদের প্রাইভেসি নিয়ে অ্যাপল নানা দাবি করলেও ব্যবহারকারীদের বেশ কিছু ডাটা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে মেসেজ, লোকেশন, ক্যালেন্ডার, ম্যাপ, ফোন কল, ছবি ইত্যাদি। এই সমস্ত ব্যক্তিগত ডাটা বুঝেই ব্যবহারকারীকে তার চাহিদামতো সেবা দিতে পারবে অ্যাপল ইন্টেলিজেন্স। তবে সেসব ডাটা মনিটরিংয়ের কিছু নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের কাছেও থাকবে। যা তারা ডিজেবল করে রাখতে পারেন।
ব্যক্তিগত অ্যাসিস্টেন্ট
অ্যাপল ইন্টেলিজেন্স আইফোন, আইপ্যাড কিংবা ম্যাক ব্যবহারকারীদের ব্যক্তিগত অ্যাসিস্টেন্ট হয়ে উঠবে। ইউজারের যা যা নোটিফিকেশন আসে এবং মেসেজগুলো প্রায়োরিটি অনুযায়ী লিস্ট করবে এবং সামনে উপস্থাপন করবে। এছাড়াও ব্যবহারকারীদের প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে বড় ভ‚মিকা থাকবে।

 


এই বিভাগের আরো খবর