সর্বশেষ :
বাগেরহাটে প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী রাহাদ।। মোরেলগঞ্জে মহান বিজয় দিবসে   জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন মরক্কোতে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু গুয়াতেমালার আদিবাসী অঞ্চলে সংঘর্ষে নিহত ১৩ বলসোনারোর সাজা কমানো বিলের বিরুদ্ধে ব্রাজিলে হাজার হাজার মানুষের বিক্ষোভ থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইনস্টাগ্রাম বন্ধুদের জন্য লাইভস্ট্রিমের ফিচার আনল

প্রতিনিধি: / ২৯৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ জুন, ২০২৪

আইটি: সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম নতুন ফিচার প্রকাশ করেছে যা কেবল কাছের বন্ধুদের একটি ছোট অংশের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ দেবে ব্যবহারকারীদের। মেটা মালিকানাধীন অ্যাপটিতে এরইমধ্যে পোস্ট বা স্টোরি শেয়ার করার ক্ষেত্রে ‘ক্লোজ ফ্রেন্ডস’-এর তালিকা তৈরি করার সুবিধা ছিল। এবারে অ্যাপটির ‘লাইভ’ বা সরাসরি ভিডিওতেও যোগ হচ্ছে এ ফিচার। এখন লাইভ ভিডিওগুলো সীমাবদ্ধ করে রাখা যাবে কেবল ‘ক্লোজ ফ্রেন্ডস’ বা কাছের বন্ধুদের মধ্যে। এছাড়া, তিনজন পর্যন্ত ব্যক্তি এ ভিডিও স¤প্রচারে সরাসরি যুক্ত হতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। এটি ভ্রমণ পরিকল্পনায়, স্কুল থেকে পাওয়া বাড়ির কাজে বা বন্ধুদের সঙ্গে অনলাইনে দেখা করতে সাহায্য করবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম। এছাড়া, নতুন এ আপডেটটির মাধ্যমে অনলাইন ইনফ্লুয়েন্সারদের ব্যক্তিগত ও নির্দিষ্ট দর্শকদের জন্য লাইভ স্ট্রিম স¤প্রচারের সুযোগ তৈরি করবে। গেল নভেম্বর থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পোস্ট ও রিলের প্রাইভেসি সেটিং ‘ক্লোজ ফ্রেন্ডস’ করতে পেরেছেন। ইনস্টাগ্রাম বলছে, ব্যবহারকারীরা ফলোয়ার ও বন্ধুদের সঙ্গে আরো ব্যক্তিগতভাবে যোগাযোগ করার উপায় খুঁজছেন এবং ডিএম, ক্লোজ ফ্রেন্ডস ও নোট-এর মতো ফিচারের জনপ্রিয়তাই এর প্রমাণ দেয়। নতুন আপডেটে নোট ফিচারেও কিছু পরিবর্তন এনেছে ইনস্টাগ্রাম। এখন ভিডিও পোস্ট করা যাবে অ্যাপটির নোট ফিচারে, যা সাময়িকভাবে ব্যবহারকারীর প্রোফাইলের ছবি বা ডিসপ্লে পিককে প্রতিস্থাপন করবে। এছাড়া, নোট অ্যাপের মাধ্যমে কোনো বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গেলে ইস্টার এগ বা কনফেটি অ্যানিমেশন দেখতে পাওয়া যাবে ফিচারে। এটি তখন দেখা যাবে যখন কেউ নোটে ‘হ্যাপি বার্থডে’ লিখবেন অথবা বন্ধুদের মেনশন করে জন্মদিন বিষয়ক কোনো শব্দ লিখবেন। এছাড়া, ইনস্টাগ্রাম একটি ‘ওয়েলকাম ফিড আপডেট’ চালু করেছে। ব্যবহারকারীরা এখন ভিডিও ক্যারোসেল পোস্টগুলোতে গান বা সংগীত যোগ করার সুযোগ পাবেন। আগে কেবল ছবি দিয়ে তৈরি ক্যারোসেলেই গান বা সংগীত যোগ করার অপশন ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।

 


এই বিভাগের আরো খবর