সর্বশেষ :
ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড-কম্বোডিয়া বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ভারতে ২০ জন নিহত তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন নাইজেরিয়ার নোবেল বিজয়ী ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাটলার সমালোচনা উড়িয়ে দিলেন

প্রতিনিধি: / ১৮৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪

স্পোর্টস: স্কটল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে কোনো উইকেট নিতে পারেনি ইংল্যান্ড। পরে অস্ট্রেলিয়ার কাছে হার। দুই ম্যাচ পরই তাই উঠে যায় ইংল্যান্ডের বিদায়ের রব। বিশ্ব চ্যাম্পিয়নদের শেষটাও দেখে ফেলেন অনেকে। তবে ওমানকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংলিশরা। ম্যাচ জিতে সকল সমালোচনারও জবাব দিলেন অধিনায়ক জস বাটলার। অ্যান্টিগায় বৃহস্পতিবার রাতে আদিল রাশিদ, জফ্রা আর্চার, মার্ক উডদের নৈপুণ্যে ওমানকে মাত্র ৪৭ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড। পরে বাটলার, ফিল সল্টদের ঝড়ে মাত্র ৩.১ ওভারেই ম্যাচ জিতে নেয় তারা। রেকর্ড গড়া এই জয়ে নেট রান রেটে বিশাল লাফ দিয়েছে ইংলিশরা। ম্যাচের আগে থাকা -১.৮০০ নেট রান রেটকে বাড়িয়ে +৩.০৮১ করে ফেলেছে। যার সৌজন্যে এখন সুপার এইটে খেলার সম্ভাবনাও অনেক বেড়ে গেছে তাদের। অথচ বৃষ্টির কারণে স্কটল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত ও অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে হারের পর সমালোচকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হয় ইংলিশদের। বরাবরের মতোই নিজ দেশের সংবাদমাধ্যমেরই বেশি কটাক্ষের শিকার হন তারা। তাই তো ওমানের বিপক্ষে জয়ের পর পুরস্কার বিতরণ মঞ্চে সমালোচকদের একরকম জবাবই দিলেন বাটলার। “আমার মতে বোলাররাই ম্যাচের গতিপথ ঠিক করে দিয়েছে। আমরা শুরুতেই  উইকেট পেয়ে যাই এবং তাদের গুঁড়িয়ে অল্পেই আটকে রাখি। তো আজকের কাজ শেষ। দুই দিনের মধ্যে আমাদের আরেকটি বড় ম্যাচ।” “আমি দীর্ঘ দিন ধরে খেলছি। তাই জানি এসব (সমালোচনা) কীভাবে কাজ করে, আপনারা কীভাবে নানান মন্তব্য করেন। তো ঠিক আছে। এগুলো আপনাদের কাজের অংশ। আমার সমস্যা নেই। আমরা জানি আমাদের ড্রেসিং রুমে কী অবস্থা। আমাদের দলের ওপর যথেষ্ট আত্মবিশ্বাস আছে। সামনে আরেকটি বড় ম্যাচ।” একই মাঠে শনিবার গ্রæপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।

 


এই বিভাগের আরো খবর