মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপ ক্যামেরায়

প্রতিনিধি: / ২৭৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ মে, ২০২৪

আইটি: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার চমকে দিতে পারে ব্যবহাকারীদের। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে হোয়াটসঅ্যাপের ক্যামেরা ফিচারে আসছে নতুনত্ব। সূত্রের খবর, আইওএস বিটা ভার্সানে নতুন ফিচারটি চোখে পড়েছে। অর্থাৎ আইফোন ইউজারদের ক্যামেরার ফিচারে আসছে চমক। কারণ এখন থেকে জুম কন্ট্রোল ফিচারে পরিবর্তন আসছে। এর ফলে হোয়াটসঅ্যাপের ক্যামেরা অন করে ছবি তুললে এখন আরো অনায়াসে এবং মসৃনভাবে ক্যামেরা জুম করা যাবে। অ্যাপটির ২৪.৯.১০.৭৫-এর আপডেটেড ভার্সনে এই নতুন জুম কন্ট্রোল ফিচারটি পাবেন ব্যবহারকারীরা। এর মাধ্যমে নির্ঝঞ্ঝাটে জুম লেভেল অ্যাডজাস্ট করতে পারবেন। এর আগে ভিডিও রেকর্ডের জন্য ক্যামেরা বাটনে জোরে প্রেস করে সোয়াইপ আপ কিংবা ডাউন করে জুম করতে হতো। কিন্তু এবার আরো সহজে জুম কমানো কিংবা বাড়ানো যাবে। এতে যে ব্যবহারকারীর মুখে হাসি ফুটবে, তা বলাই বাহুল্য। অ্যান্ড্রয়েড হোক কিংবা আইওএস, মাঝেমধ্যেই নতুন ফিচার যুক্ত হতে থাকে হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখেই বদল ঘটে এই প্ল্যাটফর্মে।


এই বিভাগের আরো খবর