সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যে চশমার মাধ্যমে করা যাবে ভিডিও কল

প্রতিনিধি: / ২৭৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

আইটি: অ্যাপল মিউজিক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য রে-ব্যান স্মার্ট রোদচশমায় নতুন হালনাগাদ এনেছে মেটা। নতুন এই হালনাগাদের ফলে মেটার রে-ব্যান স্মার্ট রোদচশমা ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার থেকে ভিডিও কল করা যাবে। এ ছাড়া অ্যাপল মিউজিকে গান শোনা যাবে আরও সহজে। আগে রে-ব্যান স্মার্ট রোদচশমা ব্যবহার করে ছবি তুলে বা ভিডিও করে তা অন্যান্যের পাঠানো যেত। তবে সরাসরি ভিডিও কল করার সুযোগ ছিল না। এবার এতে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্যবহার করে সরাসরি অন্যান্যের ভিডিও কল করার সুবিধা যুক্ত হলো। কোনো কল করার সময় রোদচশমায় দুইবার (ডবল) ট্যাপ করে ভিডিও কল শুরু করা যাবে। এমনকি মেটা ভিউ অ্যাপে হোয়াটসঅ্যাপ না থাকলেও এ সুবিধা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ভিডিও কল করার সুবিধা ছাড়া রে-ব্যানে মেটার ভয়েস অ্যাসিসট্যান্ট ব্যবহার করে নির্দিষ্ট গান, প্লে লিস্ট, অ্যালবাম, শিল্পীর গান বা যেকোনো ধারার গান চালু করা যাবে। নতুন এসব সুবিধা ব্যবহারের জন্য মেটার রে-ব্যান স্মার্ট রোদচশমা হালনাগাদ করে নিতে হবে। এরপর ফোনের সঙ্গে যুক্ত করে মেটা ভিউ অ্যাপে প্রবেশ করে সেটিংসে গিয়ে হালনাগাদ করা যাবে। মেটা ও রে-ব্যান স্টোরিজ প্রথম ২০২১ সালের সেপ্টেম্বর মাসে স্মার্ট রোদচশমা বাজারে আনে। তখন যন্ত্রটির দাম ধরা হয় ২৯৯ মার্কিন ডলার। প্রথম স্মার্ট রোদচশমা দিয়ে ব্যবহারকারী ছবি তুলতে, গান শুনতে এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান করতে পারেন।


এই বিভাগের আরো খবর