সর্বশেষ :
ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন অপরিহার্য: ড. হামিদুর রহমান আযাদ ফকিরহাটে পান বরাজে অগ্নিকান্ড  ৩০ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের প্রস্তুতি ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিন নিহত ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: চলছে উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রে দৈত্যাকার তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১ লাখ ৬০ হাজার বাড়ির রুশ বিমান হামলায় ইউক্রেনের প্রায় ১২ লাখ বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন প্রবল ঝড়ে ইন্টারনেট বিচ্ছিণ্ন ও পানি সংকটে গ্রিনল্যান্ড জ্বালানি তেল প্রায় ১৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য ভেনেজুয়েলার সিদ্ধান্ত ছাড়াই শেষ রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন অপরিহার্য: ড. হামিদুর রহমান আযাদ

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

‎নজরুল ইসলাম, কুতুবদিয়াঃ  ‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিতামূলক নির্বাচন নিশ্চিত করা জরুরি।

‎আজ সকাল (২৬ জানুয়ারি ২০২৬) কৈয়ারবিল ইউনিয়ন তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. হামিদুর রহমান আযাদ বলেন, বিগত সময়ের নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগে বাধা, প্রশাসনিক পক্ষপাতিত্ব ও ভয়ভীতির কারণে সাধারণ মানুষের মধ্যে গভীর অনাস্থা তৈরি হয়েছে। এই সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

তিনি কুতুবদিয়া ও মহেশখালীর জননিরাপত্তার কথা তুলে ধরে বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলের মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।

‎এছাড়া মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে কার্যকর ফেরিঘাট চালুর দাবি জানান তিনি। কার্যকর ফেরিঘাট ব্যবস্থা না থাকায় পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

‎ড. হামিদুর রহমান আযাদ আরও বলেন, একটি মহল বর্তমানে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। অথচ দেশের মানুষ বিপুল আগ্রহ ও প্রত্যাশা নিয়ে নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় নির্বাচন বাধাগ্রস্ত হলে গণতন্ত্রের ধারাবাহিকতা ব্যাহত হবে। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

‎তিনি এ সময় সকল রাজনৈতিক দল, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

‎কৈয়ারবিল ইউনিয়ন সেক্রেটারি মো. রমিজের সঞ্চালনায় এবং মো. ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় আরও উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর