সর্বশেষ :
বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার ফলোআপঃ কারাফটকে ৩ মিনিট: দেখে স্ত্রী-সন্তানকে  রেখে কারাগারে ফিরলেন সাদ্দাম কুতুবদিয়া-মগনামা নৌরুটে সি-ট্রাক উদ্বোধন ঝড়-মৌসুমের আগেই উপকূলীয় ফেরি সার্ভিস চালুর ঘোষণা ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫ অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে ১২ বছরের শিশুর মৃত্যু ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২ পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু কলম্বিয়ায় কোকেন ল্যাবে বিস্ফোরণে নিহত ৯, আহত ৮ পারিবারিক কলহে স্ত্রীসহ ৪ আত্মীয়কে গুলি করে হত্যা করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুতুবদিয়ায় আধুনিক ও দীর্ঘস্থায়ী বেঁড়িবাঁধ নির্মাণ, নিরাপদ ফেরিঘাট চালু করা হবে  : ড. হামিদুর রহমান আযাদ

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া: বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, কুতুবদিয়ায় আধুনিক ও দীর্ঘস্থায়ী বেঁড়িবাঁধ নির্মাণ, নিরাপদ ফেরিঘাট চালু করা হবে।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলের মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঝুঁকিপূর্ণ ও দুর্বল বেঁড়িবাঁধ জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি কার্যকর ফেরিঘাট ব্যবস্থা না থাকায় যাতায়াত, পণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, “বেঁড়িবাঁধ সংস্কার মানে শুধু উপকূল রক্ষা নয়; এটি মানুষের জীবন, সম্পদ ও জীবিকার সুরক্ষা। আর ফেরিঘাট চালু হলে যোগাযোগ সহজ হবে, অর্থনীতি চাঙ্গা হবে এবং এই অঞ্চলের সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হবে।”
তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তাদের মদদপুষ্ট আধিপত্যবাদী গোষ্ঠী সুপরিকল্পিতভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। দেশের জনগণ নির্বাচনের জন্য উন্মুখ এবং রাজনৈতিক দলসহ সব স্টেকহোল্ডার নির্বাচনের প্রস্তুতিতে রয়েছে। এই অবস্থায় নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র দেশবাসী প্রতিহত করবে।
তিনি আরও বলেন, সময়মতো নির্বাচন না হলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং অতীতে দেখা স্বৈরতন্ত্র ও কর্তৃত্ববাদের পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে। এজন্য সরকার, জনগণ ও নির্বাচন কমিশনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
 শনিবার (২৪ জানুয়ারী) কুতুবদিয়ায় বিশষ্ট্যজনদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান ও স্থানীয় অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য বেঁড়িবাঁধ সংস্কার ও ফেরিঘাট চালু করা তাঁর প্রধান অগ্রাধিকার।
এ অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে কার্যকর বেঁড়িবাঁধ ও নিরবচ্ছিন্ন ফেরিঘাট ব্যবস্থা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে এসব অবকাঠামোর দুর্বলতার কারণে মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে আসছে।
টেকসই উন্নয়নের লক্ষ্যে আধুনিক ও দীর্ঘস্থায়ী বেঁড়িবাঁধ নির্মাণ, নিরাপদ ফেরিঘাট চালু এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন।
মতবিনিময় সভায় বড়ঘোপ ইউনিয়ন সেক্রেটারি শামসুল আলমের সঞ্চালনায় এবং আহমদ নূরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃৃন্দ।


এই বিভাগের আরো খবর