নিজস্ব প্রতিবেদকঃ কুতুবদিয়া উপজেলার বিন্দা পাড়া এলাকায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা সরকারি জমিতে নির্মিত ছয়টি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার আহমদ উল্লাহর ছেলে আজিজুল হক সাগর ২০১৮ সাল থেকে কক্সবাজার জেলা পরিষদের সরকারি খাস জমিতে দোকানগুলো নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। বিষয়টি নিয়ে অভিযোগ উঠলে কক্সবাজার জেলা প্রশাসক কুতুবদিয়া উপজেলা প্রশাসনকে উচ্ছেদের নির্দেশ দেন। উচ্ছেদ অভিযানে ছয়টি দোকান ভেঙে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দখলদারিত্বের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আজিজুল হক সাগর দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা পরিষদের মালিকানাধীন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং মৌজা বিএস খতিয়ান নং-০৮, বিএস দাগ নং-৭৩১০, ৭৩১১ ও ৭৩১৪–এর ৩.৮০ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে মাছ চাষ ও দোকানগুলো পরিচালনা করে আসছিলেন। সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরে পুকুরটি ৭ লক্ষ টাকায় ইজারা হয়েছে।
আরো....