শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নাঙ্গলকোটে সাবেক মেম্বারসহ ২ জনকে হত্যা

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের জেরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় চলা এই সহিংসতায় সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ (৬০) ও প্রবাসী দেলোয়ার হোসেন নয়ন (৪০) নৃশংসভাবে নিহত হয়েছেন। ঘাতকরা কেবল গুলি করেই ক্ষান্ত হয়নি, মৃত্যু নিশ্চিত করতে দুজনেরই হাত-পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক মেম্বার সালেহ আহমেদ এবং বর্তমান মেম্বার আলাউদ্দিনের (প্রয়াত) গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। গত বছরের ৩ আগস্ট আলাউদ্দিন মেম্বারকে অপহরণের পর হত্যার ঘটনায় সালেহ আহমেদ ও তার অনুসারীরা এলাকা ছেড়ে পালিয়ে যান। দীর্ঘ নির্বাসন শেষে গত ৩ জানুয়ারি তারা গ্রামে ফেরার চেষ্টা করলে উত্তেজনা শুরু হয়।

নিহত নয়নের বোন হাজেরা আক্তার রিংকি জানান, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ায় তারা তাবু টাঙিয়ে সেখানে বসবাস করছিলেন। শুক্রবার সকালে প্রতিপক্ষ আলাউদ্দিন মেম্বারের ছেলে রাজিমের নেতৃত্বে প্রায় দুই শতাধিক সশস্ত্র ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সালেহ আহমেদ ও নয়নকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে তাদের রগ কেটে দেয়।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৈয়দা ফারহানা ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। তাদের শরীরে গুলির চিহ্ন এবং ধারালো অস্ত্রের গভীর ক্ষত পাওয়া গেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও গ্রামে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর