সর্বশেষ :
ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন অপরিহার্য: ড. হামিদুর রহমান আযাদ ফকিরহাটে পান বরাজে অগ্নিকান্ড  ৩০ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের প্রস্তুতি ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিন নিহত ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: চলছে উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রে দৈত্যাকার তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১ লাখ ৬০ হাজার বাড়ির রুশ বিমান হামলায় ইউক্রেনের প্রায় ১২ লাখ বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন প্রবল ঝড়ে ইন্টারনেট বিচ্ছিণ্ন ও পানি সংকটে গ্রিনল্যান্ড জ্বালানি তেল প্রায় ১৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য ভেনেজুয়েলার সিদ্ধান্ত ছাড়াই শেষ রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জ্বালানি তেল প্রায় ১৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য ভেনেজুয়েলার

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বিদেশ: ভেনেজুয়েলা জ্বালানি তেল বাড়ানোর উদ্যোগ নিয়েছে। চলতি বছরে তেল উৎপাদন প্রায় ১৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য নেয়া হয়েছে। এ লক্ষ্যে দেশটির জ্বালানি খাত বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা হেক্টর ওব্রেগন। তিনি বলেন, বিদ্যমান আইন শিল্পের বর্তমান চাহিদার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নতুন সংস্কারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মতে, ২০২৬ সালের লক্ষ্য হলো অন্তত ১৮ শতাংশ তেল উৎপাদন বৃদ্ধি করা। বর্তমানে ভেনেজুয়েলার তেল উৎপাদন দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল। বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ যে নতুন আইনের প্রতিশ্রুতি দিয়েছেন, গত বৃহস্পতিবার প্রথম পাঠে তা অনুমোদন পেয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের চাপের ফলে এটির অনুমোদন দেওয়া হয়। বিশেষ করে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর এই চাপ আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়টি প্রকাশ্যেই তুলে ধরেছেন। আইনটি চূড়ান্তভাবে পাস হলে ভেনেজুয়েলার তেল খাতে কয়েক দশকের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হবে। এই নিয়ন্ত্রণব্যবস্থা ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে সমাজতান্ত্রিক নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো শেভেজ আরও কঠোর করেছিলেন। সূত্র: এএফপি


এই বিভাগের আরো খবর