উন্নয়ন সড়ক প্রকল্পটির মোট চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২৮ লাখ ৭ হাজার ৫৩ টাকা ১৯ পয়সা। গত ২০ এপ্রিল ২০২৫ তারিখে চুক্তি স্বাক্ষরের পর ৩০ এপ্রিল ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিত বসু নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সড়কটি নির্মিত হলে পৌর এলাকার সড়ক অবকাঠামোর মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে নাগরিক সেবা সম্প্রসারিত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।এদিকে পাইকগাছা পৌরসভার এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, সিটিসিআরপি প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে পাইকগাছা একটি জলবায়ু সহনশীল, পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে উঠবে, যা উপকূলীয় এলাকার উন্নয়নে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।