সর্বশেষ :
ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪ ইন্টারনেট বন্ধের আড়ালে ইরানে হত্যাযজ্ঞের শঙ্কা নোবেলজয়ী শিরিন এবাদির দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ফের ড্রোন অনুপ্রবেশের অভিযোগ উত্তর কোরিয়ার গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে যুদ্ধের শঙ্কা মহড়ার জন্য দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ ‘আমরা আমেরিকান হতে চাই না’: গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর স্পষ্ট বার্তা ২০২৫ সালে মসজিদে নববীতে কোরআনের হাফেজ হয়েছেন ৮,৩৩৫ শিক্ষার্থী ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া আগড়ঘাটায় নদী থেকে মরদেহ উদ্ধার উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুনীলের আমির হয়ে ওঠা, হাসতে হাসতে শ্বাস নিতে ভুলে গিয়েছিলেন আমির

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

বিনোদন: বলিউডের কৌতুকমঞ্চে মিমিক্রি নতুন কিছু নয়। কিন্তু নকল যখন কেবল বাহ্যিক ভঙ্গিতে আটকে না থেকে চরিত্রের ভেতরে ঢ়ুকে পড়ে, তখন সেটি হয়ে ওঠে অভিনয়। ঠিক এমনই এক পারফরম্যান্সে সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা সুনীল গ্রোভার। নেটফ্লিঙ্ েসম্প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে আমির খানকে অনুকরণ করে তাঁর অভিনয় এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ওই পর্বের একটি ক্লিপ ছড়িয়ে পড়তেই দর্শকের উচ্ছ্বাসে যোগ হয় খোদ আমির খানের প্রকাশ্য প্রশংসা। এক ভিডিও সাক্ষাৎকারে সুনীলের পারফরম্যান্স নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আমির স্পষ্ট করে বলেন, তিনি এটিকে মিমিক্রি বলতে চান না। তাঁর ভাষায়, “ওর অভিনয় এতটাই নিখুঁত ছিল যে মনে হচ্ছিল, পর্দায় নিজেকেই দেখছি। আমি শুধু একটা ছোট অংশ দেখেছি, এবার পুরো পর্বটাই দেখব।” হাসির অভিজ্ঞতার কথাও লুকাননি আমির। মজা করে বলেন, “আমি এত জোরে হেসেছি যে একসময় শ্বাস নিতে পারছিলাম না। এতে কোনো বিদ্রূপ ছিল না, যা ছিল তা একেবারেই খাঁটি আনন্দ।” তারকার এই মন্তব্য আরও বাড়িয়ে দিয়েছে ভিডিওটির আবেদন। ওই পর্বে অতিথি ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। তাঁদের সামনেই মঞ্চে সুনীল আমির খানের কথা বলার ধরন, হাঁটাচলা, পোশাক, চোখের দৃষ্টি এমনকি পাপারাজ্জিদের সঙ্গে তাঁর আচরণ পর্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেন। নিজের চরিত্রের নাম দেন ‘উনিশ-বিশ আমির’, নামেই যার রসিকতার ইঙ্গিত। আমিরের ব্যক্তিজীবনের পরিচিত কিছু প্রসঙ্গও হালকা ঠাট্টার ছলে উপস্থাপন করেন, যা দর্শকদের বাড়তি আনন্দ দেয়। এই অভিনয় ঘিরে নেটদুনিয়ায়ও প্রশংসার বন্যা। একজন লিখেছেন, “সুনীল গ্রোভার সত্যিই লেজেন্ড।” আরেকজনের মন্তব্য, “এটা শুধু নকল নয়, চরিত্রকে গভীরভাবে বোঝার ফল।” অনেক দর্শকেরই অনুভব, মুখভঙ্গি থেকে হাসি সবকিছু এতটাই বাস্তব যে মুহূর্তের জন্য বিভ্রান্তি তৈরি হয়, আসল না নকল। এর আগেও এমন স্বীকৃতি পেয়েছেন সুনীল গ্রোভার। একবার ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের উপস্থাপনার ভঙ্গি অনুকরণ করে তিনি এমন পারফরম্যান্স দেন, যা দেখে খোদ অমিতাভ নিজেই মুগ্ধ হন এবং মঞ্চে বসেই তাঁকে উৎসাহ দেন। ২০১৪ সালে টেলিভিশনে যাত্রা শুরু করা কপিল শর্মার এই কমেডি শো দীর্ঘ পথ পেরিয়ে এখন ওটিটি প্ল্যাটফর্মে। নতুন নামে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ বর্তমানে নেটফ্লিঙ্ েপ্রতি শনিবার মুক্তি পাচ্ছে। কপিল শর্মার সঙ্গে নিয়মিত দেখা যায় কিকু শারদা, কৃষ্ণা অভিষেক, নভজোৎ সিং সিধু ও অর্চনা পূরণ সিংকেও। জানা গেছে, এই শোতে প্রতি পর্বে সুনীল গ্রোভার পারিশ্রমিক হিসেবে নেন বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ টাকার বেশি। সমালোচকদের মতে, সুনীল গ্রোভারের শক্তি এখানেই। তিনি কাউকে ব্যঙ্গ করেন না। গভীর পর্যবেক্ষণ থেকে চরিত্রের সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন। ফলে তাঁর অভিনয় কখনো অপমানজনক মনে হয় না। শ্রদ্ধা আর অভিনয়দক্ষতার মিশেলে তৈরি হয় এমন এক পারফরম্যান্স, যা হাসির পাশাপাশি মুগ্ধতাও ছড়িয়ে দেয়।

 


এই বিভাগের আরো খবর