বিনোদন: পরিচিত রোমান্টিক বা তীব্র আবেগের চরিত্রের বাইরে এবার একেবারে ভিন্ন শহিদ কাপুরকে দেখার প্রস্তুতি নিচ্ছেন দর্শকরা। ‘কাবীর সিং’ ও ‘দেবা’-র পর বড় পর্দায় ‘ও রোমিও’ সিনেমা নিয়ে ফিরছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি প্রকাশ পাওয়া ছবিটির ফার্স্ট লুক পোস্টার ঘিরে ইতোমধ্যেই সিনে-ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ছবিতে আবারও শহিদ কাপুর কাজ করছেন নির্মাতা বিশাল ভরদ্বাজের সঙ্গে। অ্যাকশন থ্রিলার ঘরানার ‘ও রোমিও’-তে শহিদকে দেখা যাবে একেবারে রুক্ষ ও বিদ্রোহী রূপে। প্রকাশিত পোস্টারে তাঁর চোখেমুখে স্পষ্ট এক ধরনের আক্রমণাত্মক ভাব, যা ইঙ্গিত দেয় রক্তক্ষয়ী সংঘাতের। পোস্টারে শহিদের সুঠাম ও পেশিবহুল শরীরের পাশাপাশি নজর কাড়ে তাঁর ফুল-বডি ট্যাটু। ভয়ংকর মুখভঙ্গি আর দৃঢ় ভঙ্গিমা দেখে অনেকেই বলছেন, এই চরিত্রের জন্য বড় ধরনের শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়েছেন অভিনেতা। সিনে-বিশ্লেষকদের মতে, কোনো সিনেমার জন্য এমন রূপান্তর শহিদের ক্ষেত্রে আগে দেখা যায়নি। শরীর গঠনে তাঁর দীর্ঘ পরিশ্রমের ছাপ স্পষ্টভাবে ধরা পড়েছে এই প্রথম লুকেই। বিশাল ভরদ্বাজের পরিচালনায় নির্মিত ছবিটিতে শহিদ কাপুরের সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, গৌরব শর্মা ও নানা পাটেকরের মতো অভিনেতারা। শক্তিশালী অভিনয়শিল্পীদের উপস্থিতি ছবিটির প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। ‘ও রোমিও’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ১৩ ফেব্রুয়ারি। নতুন লুক, ভিন্ন চরিত্র আর বিশাল ভরদ্বাজের পরিচালনা, সব মিলিয়ে শহিদ কাপুরের এই ছবি ঘিরে বলিউডে আগ্রহের পারদ ক্রমেই চড়ছে।