বিনোদন: বলিউডের গ্ল্যামার দুনিয়ায় যাঁদের একসঙ্গে দেখা যেত সবচেয়ে বেশি, সেই খুশি কাপুর ও বেদাঙ্গ রায়না আর একসঙ্গে নেই। প্রায় দুই বছরের সম্পর্কের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা যুগল। হাইপ্রোফাইল পার্টি থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানে যাঁদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, সেই সম্পর্ক ভাঙার খবর ইতোমধ্যেই বি-টাউনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, খুব সম্প্রতিই খুশি ও বেদাঙ্গের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তারকাদের ঘনিষ্ঠ এক সূত্রের ভাষ্য, “খুশি আর বেদাঙ্গকে এখন আর জুটি বলা যায় না। ওদের সম্পর্কটা আর নেই।” যদিও দুজনের কেউই এখনো প্রকাশ্যে বিষয়টি নিয়ে মন্তব্য করেননি। ব্রেকআপের পরও একটি বিষয় নজর কেড়েছে ভক্তদের। সম্পর্ক ভেঙে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এখনো একে অপরকে অনুসরণ করছেন খুশি ও বেদাঙ্গ। এই বিষয়টি ঘিরেই নেটদুনিয়ায় নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, প্রেমের সম্পর্ক শেষ হলেও বন্ধুত্বের জায়গাটা তারা ধরে রাখতে চান। আর্চিজ’-এর শুটিংয়ের সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে বলে গুঞ্জন ছড়ায়। জোয়া আখতারের পরিচালনায় ওই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয় শ্রীদেবী কন্যা খুশি কাপুরের। সেই ছবিতেই অভিনয় করেছিলেন বেদাঙ্গ রায়নাও। কাজের সূত্রেই ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়, যা পরে রূপ নেয় প্রেমে। দীর্ঘ সময় ধরে দুজনকে একসঙ্গে দেখা গেছে বলিউডের নানা অনুষ্ঠানে। আম্বানি পরিবারের পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে তারকাখচিত পার্টি, সর্বত্রই তাঁদের যুগল উপস্থিতি নজর কেড়েছে। তাই হঠাৎ এই বিচ্ছেদের খবর ভক্তদের অনেককেই চমকে দিয়েছে। বর্তমানে খুশি কাপুরের হাতে নতুন কোনো ছবির কাজ নেই বলে জানা যাচ্ছে। অন্যদিকে বেদাঙ্গ রায়না ইতোমধ্যে আলিয়া ভাটের বিপরীতে ‘জিগরা’ ছবিতে অভিনয় করেছেন, যা তাঁর ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখছেন অনেকে। কারণ যাই হোক, সম্পর্ক ভাঙলেও খুশি ও বেদাঙ্গ বিষয়টি নিয়ে এখনো নীরব। সেই নীরবতার মাঝেই বলিউডে ছড়িয়ে পড়েছে নানা আলোচনা আর জল্পনা।