বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘কান্তারা চ্যাপ্টার ১’কে টপকে গেলো ‘ধুরন্ধর’

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বঙ্ অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলারটি একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। ভারতের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিশ্বব্যাপী আয়ের দৌড়েও সিনেমাটি এখন অনন্য উচ্চতায়। সবশেষ খবর অনুযায়ী, কন্নড় ব্লকবাস্টার ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর বিশ্বব্যাপী আয়ের রেকর্ড টপকে গেছে ‘ধুরন্ধর’। রেকর্ডের পাতায় ধুরন্ধর স্যাকনিল্কের সাম্প্রতিক রিপোর্ট বলছে, বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’-এর মোট আয় দাঁড়িয়েছে ৮৭২.২৫ কোটি টাকা। যেখানে ঋষভ শেঠির ‘কান্তারা’র সংগ্রহ ছিল ৮৫২ কোটি। এর মাধ্যমে ২০২৫ সালের ভারতের সবচেয়ে সফল সিনেমার তকমাটি নিজের করে নিল এই ছবিটি। শুধু তাই নয়, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’কে হটিয়ে ভারতের সর্বকালের সেরা ১০ উপার্জনকারী সিনেমার তালিকায় ১০ম স্থানে জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর’। বঙ্ অফিসের বর্তমান পরিসংখ্যান গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও দাপট দেখাচ্ছে। গত সোমবারও এটি ১৬ কোটি টাকা আয় করেছে, যার ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে এর মোট আয় এখন ৫৭১ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, প্রথম সোমবার ছবিটি আয় করেছিল ২৩.৫ কোটি এবং দ্বিতীয় শুক্রবারের আয় ছিল ৩০ কোটি টাকা। সিনেমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটিতে আয়ের পরিমাণ আরও কয়েক গুণ বাড়বে। সেরা ১০-এর তালিকায় যারা ভারতের শীর্ষ ১০ সর্বোচ্চ উপার্জনকারী ছবির তালিকায় বর্তমানে রয়েছে- কেজিএফ চ্যাপ্টার ২, আরআরআর, কাল্কি ২৮৯৮ এডি, জওয়ান, কান্তারা চ্যাপ্টার ১, ছাবা, স্ত্রী ২ এবং এখনকার নতুন সংযোজন ‘ধুরন্ধর’। তারকাবহুল কাস্ট ও সিক্যুেয়ল ছবিটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুন। বড় খবর হলো, এই গল্পের দ্বিতীয় পর্ব অর্থাৎ ‘ধুরন্ধর ২’ দেখার জন্য দর্শকদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। আগামী ২০২৬ সালের মার্চ মাসেই মুক্তি পেতে চলেছে এর সিক্যুেয়ল।


এই বিভাগের আরো খবর