সর্বশেষ :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাড়িতে বন্দুক ও বোমা হামলা, ৫ পাকিস্তানি পুলিশ সদস্য নিহত

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন পাকিস্তানি পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার প্রাদেশিক পুলিশ জানিয়েছে এই খবর। পাকিস্তানে সামপ্রতিক সময়ে সন্ত্রাসী সহিংসতার পুনরায় উত্থান লক্ষ করা যাচ্ছে। হামলা ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায়, যা সন্ত্রাসী হামলার তুলনায় আপেক্ষিকভাবে নিরাপদ এলাকা হিসেবে পরিচিত। এই হামলা এমন সময়ে ঘটেছে যখন পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তানের সম্পর্ক ভেঙে পড়েছে। প্রদেশীয় পুলিশ জানিয়েছে, হামলাকারীরা প্রথমে পুলিশ ভ্যানে বোমা হামলা করে। এরপর গুলি চালানো শুরু করে। এতে চারজন কর্মকর্তা ও ড্রাইভার নিহত হন। এ হামলার জন্য এখনো কোনো গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পুলিশ সর্বদা সামনের সারিতে ভূমিকা পালন করেছে।’ ইসলামাবাদ দাবি করেছে, আফগানিস্তানের মাটিতে থাকা গোষ্ঠীগুলো হামলার পরিকল্পনা করছে। কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, পাকিস্তানের নিরাপত্তা অভ্যন্তরীণ সমস্যা। পাকিস্তানের পাহাড়ি সীমান্ত অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সন্ত্রাসী হামলার ক্ষেত্র হিসেবে পরিচিত, যারা প্রায় ২০ বছর ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। সূত্র : রয়টার্স


এই বিভাগের আরো খবর