সর্বশেষ :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ কার্যকর হবে শপথ গ্রহণের দিন থেকে।

বুধবার (২৪ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এর আগে রাষ্ট্রপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ চূড়ান্ত করেন। প্রজ্ঞাপনে সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে।

নিয়োগ প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক জুবায়ের রহমান চৌধুরী শপথ গ্রহণের তারিখ থেকে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী রোববার (২৮ ডিসেম্বর) বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে।

বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় শনিবার (২৭ ডিসেম্বর) অবসরে যাচ্ছেন। তাঁর অবসরকে কেন্দ্র করেই নতুন প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

জুবায়ের রহমান চৌধুরীর বিচারিক জীবনের পথচলা শুরু হয় আইন পেশায়। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তাঁকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে দুই বছর পর তাঁর নিয়োগ স্থায়ী হয়।

২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম সম্পন্ন করার পাশাপাশি যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

আইন অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আপিল বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে বিচার বিভাগ নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর