সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কাপিল দেবের চোখে গাম্ভির ভারতের কোচ নন, টিম ম্যানেজার

প্রতিনিধি: / ২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

স্পোর্টস: আধুনিক ক্রিকেটে আন্তর্জাতিক পর্যায়ে কোচ শব্দটা নিয়ে আপত্তি রয়েছে কাপিল দেবের। গৌতাম গাম্ভিরকে যেমন ভারতীয় দলের প্রধান কোচের চেয়ে একজন টিম ম্যানেজার হিসেবে দেখেন দেশটির প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
টেস্ট ক্রিকেটে ভারতের পারফরম্যান্স নিয়ে গাম্ভিরের প্রবল সমালোচনার মধ্যে এলো কাপিলের এই মন্তব্য। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভারত ২-০তে হোয়াইটওয়াশড হওয়ার পর গাম্ভিরের কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।
ইন্ডিয়ান চেম্বার অব কমার্সে আইসিসি শতবর্ষী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে কাপিল বলেন, গাম্ভির কিভাবে দলের প্রতিটি খেলোয়াড়ের কোচ হতে পারেন যখন দলের অনেকেই এমন ভূমিকা পালন করেন, যা গাম্ভির তার ক্যারিয়ারে কখনও করেননি।
“এখনকার দিনে কোচ নামক শব্দটি খুবই প্রচলিত। গৌতাম গাম্ভির কোচ হতে পারে না। সে দলের ম্যানেজার হতে পারে। কোচ হচ্ছে স্কুল ও কলেজে যার কাছ থেকে আমি শিখেছি। তারাই ছিলেন আমার কোচ। তারাই আমাকে সামলাতে পারেন।” “আপনি কিভাবে একজন কোচ হতে পারেন, যখন তারা কাউকে লেগ স্পিনার হিসেবে নাম দিয়েছে? গৌতাম কিভাবে একজন লেগ স্পিনার বা উইকেটরক্ষকের কোচ হতে পারে?” সাবেক ব্যাটসম্যান গাম্ভির কেন টিম ম্যানেজার হিসেবে উপযুক্ত, সেই ব্যাখ্যাও দিলেন সাবেক অলরাউন্ডার কাপিল। “একজন ম্যানেজার হিসেবে তুমি তাদের উৎসাহ দাও যে, ‘তুমি এটা করতে পারো,’ কারণ যখন তুমি ম্যানেজার হবে, তখন তরুণ ছেলেরা তোমার দিকে তাকাবে। আমার ম্যানেজার বা অধিনায়ক আমাকে সেই উৎসাহ দিতে পারেন এবং ম্যানেজার ও অধিনায়কের কাজই হলো দলকে উৎসাহ দেওয়া আর সবসময় বলা ‘তুমি আরও ভালো করতে পারো।’ বিষয়টি আমি এভাবেই দেখি।”


এই বিভাগের আরো খবর