সর্বশেষ :
জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭ প্রশান্ত মহাসাগরে দুটি নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিলো সিনেট আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা গ্রেফতার কাপিল দেবের চোখে গাম্ভির ভারতের কোচ নন, টিম ম্যানেজার
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হেডের সেঞ্চুরিতে এগিয়ে অস্ট্রেলিয়া

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

স্পোর্টস: জফ্রা আর্চারের গতিময় ডেলিভারিতে গালিতে ক্যাচ দিয়ে বেঁচে গেলেন ট্রাভিস হেড। ৯৯ রানে জীবন পেয়ে পরের ওভারে চার মেরে পূর্ণ করলেন সেঞ্চুরি। এরপর আর তাকে থামাতে পারল না ইংল্যান্ড। হেডের চমৎকার ইনিংসের সঙ্গে অ্যালেঙ্ কেয়ারির ফিফটিতে বড় লিডের পথে ছুটছে অস্ট্রেলিয়া।
অ্যাডিলেইড টেস্টে শুক্রবার ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৮৬ রানে থামিয়ে ৮৫ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৭১ রানে তৃতীয় দিন শেষ করেছে তারা।
সফরকারীদের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেওয়ার মঞ্চ তৈরি করে ফেলেছে অস্ট্রেলিয়া। হেড ও কেয়ারির অবিচ্ছিন্ন জুটিতে ৩৫৬ রানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
ক্যারিয়ারের একাদশ টেস্ট সেঞ্চুরিতে ১৪২ রানে খেলছেন হেড। ১৯৬ বলের ইনিংসটি ২ ছক্কা ও ১৩ চারে সাজিয়েছেন তিনি। পার্থে সিরিজের প্রথম টেস্টেও রান তাড়ায় দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে জিতিয়েছিলেন বাঁহাতি ওপেনার।
জন্মস্থান অ্যাডিলেইডে টানা চার টেস্টে সেঞ্চুরি পেলেন হেড। এক ভেন্যুতে টানা চার টেস্টে সেঞ্চুরি আছে ডন ব্র্যাডম্যান (মেলবোর্ন ও হেডিংলি), ওয়ালি হ্যামন্ড (সিডনি), মাইকেল ক্লার্ক (অ্যাডিলেইড) ও স্টিভেন স্মিথের (মেলবোর্ন)।
হেডের সঙ্গে পঞ্চম উইকেটে ১২২ রানের জুটি গড়েছেন কেয়ারি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ৪টি চারে ৫২ রানে অপরাজিত আছেন।
অ্যাশেজের একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করা প্রথম কিপার-ব্যাটসম্যান কেয়ারি। আর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের লড়াইয়ে দুই ইনিংসেই পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা চতুর্থ উইকেটরক্ষক তিনি।
দিনের শুরুটা ভালোই ছিল ইংল্যান্ডের। ৮ উইকেটে ২১৩ রান নিয়ে খেলতে নামা দলকে অনেকটা সময় টানেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বেন স্টোকস ও জফ্রা আর্চার। দিনের তৃতীয় ওভারে ফিফটি স্পর্শ করেন ৪৫ রান নিয়ে ব্যাটিং শুরু করা স্টোকস, ১৫৯ বলে।
পরের ওভারেই ন্যাথান লায়নকে ছক্কায় ওড়ান নামের পাশে ৩০ রান নিয়ে দিন শুরু করা আর্চার। যদিও পরে খোলসে বন্দি হয়ে যান তিনি। আরেক প্রান্তে রানের চাকায় দম দেন স্টোকস।
স্টোকসকে বোল্ড করে ১০৬ রানের জুটি ভাঙেন মিচেল স্টার্ক। ৮টি চারে ১৯৮ বলে ৮৩ রান করেন ইংলিশ অধিনায়ক স্টোকস। স্কট বোল্যান্ডের বলে ৯৭ বলে ফিফটি ছোঁয়া আর্চার স্লিপে ধরা পড়লে শেষ হয় সফরকারীদের ইনিংস।
৮৫ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া শুরুতেই খায় ধাক্কা। দ্বিতীয় ওভারে জ্যাক ওয়েদেরল্ডকে এলবিডব্লিউ করে দেন ব্রাইডন কার্স।
লাঞ্চের পর প্রথম ওভারে অল্পের জন্য বেঁচে যাওয়া মার্নাস লাবুশেন পরে অনেকটা সময় ক্রিজে কাটান। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তিনি। জশ টংয়ের বলে স্লিপে ধরা পড়েন অভিজ্ঞ ব্যাটসম্যান।
আরেক প্রান্তে নিজের মতো খেলে যান হেড। ৭২ বলে ফিফটি স্পর্শ করেন বাঁহাতি ওপেনার। ক্রিজে গিয়ে দ্রুত রান তোলায় মনোযোগ দেন উসমান খাওয়াজা। দুজনের ব্যাটে দ্বিতীয় সেশন পার করে দেয় অস্ট্রেলিয়া।
দারুণ খেলতে থাকা খাওয়াজাকে থামিয়ে ৮৬ রানের জুটি ভাঙেন উইল জ্যাকস। অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে কিপারের গ্লাভসে ধরা পড়েন খাওয়াজা, করেন ৪টি চারে ৫১ বলে ৪০। ক্যামেরন গ্রিন ফের ব্যর্থ, আউট হন ৭ বলে ৭ রান করে।
এরপর শুরু হেড আর কেয়ারির দারুণ জুটির পথচলা। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দুয়ারে গিয়ে যেন কিছুটা চাপ অনুভব করছিলেন হেড। ৯৯ রানে পাঁচটি ডেলিভারি খেলেন তিনি।
৫১তম ওভারে তাকে ফেরানোর সুবর্ণ সুযোগটি ফেলে দেন হ্যারি ব্রুক। পরের ওভারেই প্রায় ৫০ হাজার দর্শকের সামনে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান হেড।
আরেক প্রান্তে কেয়ারিও ছিল আত্মবিশ্বাসী। তার ব্যাটেও নিয়মিত বিরতিতে আসতে থাকে বাউন্ডারি। দিনের শেষ দিকে জ্যাকসকে চার মারার পরের বলে সিঙ্গল নিয়ে পঞ্চাশে পা রাখেন কেয়ারি, ৮৪ বলে।
দিনের শেষ ওভারে জ্যাকসকে চার মারা হেড এখন অপেক্ষায় ক্যারিয়ারে ষষ্ঠবার দেড়শ ছোঁয়ার। টেস্টে তার সর্বোচ্চ ইনিংসটি ১৭৫ রানের।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৭১
ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৭.২ ওভারে ২৮৬ (আগের দিন ২১৩/৮) (স্টোকস ৮৩, আর্চার ৫১, টং ৭*; স্টার্ক ১৬-১-৬১-১, কামিন্স ১৭-৩-৬৯-৩, বোল্যান্ড ১৫.২-৬-৪৫-৩, লায়ন ২৮-৫-৭০-২, গ্রিন ১১-৩-৩৩-১)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৬৬ ওভারে ২৭১/৪ (হেড ১৪২*, ওয়েদেরল্ড ১, লাবুশেন ১৩, খাওয়াজা ৪০, গ্রিন ৭, কেয়ারি ৫২*; আর্চার ১০-২-১৫-০, কার্স ১৫-১-৪৮-১, টং ১৪-০-৫৯-২, জ্যাকস ১৪-০-৫৯-১, রুট ১৯-০-১০৭-১, রুট ৮-০-৩২-০)


এই বিভাগের আরো খবর