বাগেরহাট প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী জুলাই জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে পুরাতন কোর্ট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা
“আমরা সবাই হাদি হব,“তুমি কে আমি কে—হাদি হাদি
স্লোগানে বাগেরহাট শহর মুখরিত করে তোলে। তারা হাদির হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমাদের ভাই শহীদ হয়েছেন। খুনিরা পরিকল্পিতভাবে হাদি ভাইকে দীর্ঘদিন পর্যবেক্ষণ করে সুযোগ বুঝে খুব কাছ থেকে মাথায় গুলি চালিয়েছে।
তারা আরও বলেন, খুনিরা যদি জাহান্নামেও থাকে সেখান থেকে বের করে এনে বিচার করতে হবে। খুনি ও খুনের সহযোগী—কাউকেই ছাড় দেওয়া হবে না। বিচার না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, “একদিকে আমাদের ভাইয়েরা খুন হচ্ছে, অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আলু-পেঁয়াজ নিয়ে ব্যস্ত। আপনার ব্যর্থতার কারণেই জুলাই যোদ্ধারা আজ জীবননাশের হুমকিতে।
এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
মিছিল শেষে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু, আপ বাংলাদেশের সচিব মোহাম্মদ হেলাল মল্লিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা আহ্বায়ক এস. এম. সাদ্দাম, ইসলামী যুব আন্দোলনের নেতা মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম, জেলা ছাত্রদলের নেতা আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে জুমার নামাজ শেষে সারাদেশের মতো বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।