স্পোর্টস: বিশাখাপত্তনমে সিরিজের শেষ ওয়ানডেতে আজ মাঠে নেমেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এরপর ৯ ডিসেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তার আগে বড় ধাক্কা খেল প্রোটিয়ারা। টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দল থেকে ছিটকে গেছেন ব্যাটার টনি ডি জরজি ও পেসার কুয়েনা মাফাকা।
জরজি ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় ডানপায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি, ৪৫তম ওভারের সময় ১৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। চোটের কারণে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের দলেও নেই বামহাতি এই ব্যাটার।
পুনর্বাসনের জন্য দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন জরজি। টি-টোয়েন্টি দলে তাঁর পরিবর্তে কোন খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা।
এদিকে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে পড়েছেন পেসার কুয়েনা মাফাকা। বামপায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে পুনর্বাসনে ছিলেন তিনি। তবে শেষ ধাপে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় দল থেকে ছিটকে গেলেন তিনি। তাঁর জায়গায় দলে যুক্ত হয়েছেন পেসার লুথো সিপামলা।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল:
এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, ডোনোভ্যান ফেরেইরা, রিজা হেনড্রিঙ্, মার্কো জানসেন, কেশব মহারাজ, জর্জ লিন্ডে, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া ও ট্রিস্টান স্টাবস, লুথো সিপামলা।