বাগেরহাটে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক গোলটেলিব বৈঠক
প্রতিনিধি:
/ ৩
দেখেছেন:
পাবলিশ:
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক গোলটেলিব বৈঠক অণুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি শহরের ধানসিড়ি হোটেল মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক-সুজনের আয়োজনে বৈঠকে বিভিন্ন শ্রেনিপেশার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।
সুজন, বাগেরহাটের সভাপতি এ্যাড. শরিফুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে বৈঠকে হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মাসুদুর রহমান রঞ্জু, বাগেরহাটের সম্পাদক এসকে হাসিব, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম রাজ, যুগ্ন সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদুল হক, সাংবাদিক ইয়ামিন আলী, এস.এস শোহান, সুজন, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু,বাগেরহাট পৌর সভার জামায়াতে ইসলামীর আমির শামীম হাসান, বিভিন্ন মসজিদের ইমাম,পুরহিত,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সাংবাদিক, শিক্ষার্থী, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।
দিনব্যাপি গোল টেবিল বৈঠকে যোগ্য এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করা, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পর্যাপ্ত বিশ্বাসযোগ্য প্রার্থী থাকার পরিবেশ সৃষ্টিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি তোলা হয়। সেই সাথে প্রার্থী হতে আগ্রহী ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার আহবান জানানো হয়।