রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় সোমবার (১০ নভেম্বর) ভোরে দুর্বৃত্তদের হামলায় ভিক্টর পরিবহণের দুটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার উদ্দেশ্য এখনও স্পষ্ট করে জানা যায় নি।
তথ্য অনুযায়, ভোর ৫টা ৪০ মিনিটে প্রথম সংবাদ আসে। পরে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “দুটি বাসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।”