সর্বশেষ :
মোরেলগঞ্জে গৃহিনীকে চিকিৎসার নামে গোপন কক্ষে নিয়ে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, কেন অনুপস্থিত ছিলেন ফরোয়ার্ড দিয়োগো জোতার শেষকৃত্যে দলে ফিরলেন ইয়ামাল ও ফোরনালস, স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা জাহানারার যৌন হয়রানির অভিযোগে মুখ খুললেন মুশফিকুর রহিম, দোষীদের শাস্তির দাবি হংকং সিঙ্সে কুয়েত ও আরব আমিরাতের কাছে হেরে ছিটকে গেছে ভারত অস্ট্রেলিয়ার ছক্কা ঝড়ে ৫৪ রানে হেরে বাংলাদেশ কোয়ার্টার আউট ২০২৯ নারী ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১০ দল, টি-টোয়েন্টি ১২ টি-টোয়েন্টি দলে ফিরলেন রাজাপাকসে, অভিষেকের অপেক্ষায় তরুণ মালিঙ্গা কালজয়ী এই দশ নয়ার চলচ্চিত্র আপনি দেখেছেন? উত্তেজনা ছড়াল ‘ফ্যামিলি ম্যান ৩’-এর ট্রেলার, ওয়ান্টেড অপরাধী এখন শ্রীকান্ত তিওয়ারি
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো প্রোটিয়ারা

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

খেলাধুলা:প্রথম ওয়ানডেতে শেষ ওভারে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছিল পাকিস্তান। ফয়সালাবাদে দুই দিন পর মুদ্রার উল্টো পিঠ দেখল তারা। প্রায় দুই বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরে শুরুর ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন কুইন্টন ডি কক। গত বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নান্দ্রে বার্গারের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের ২৬৯ রানে থামিয়ে তার সেঞ্চুরিতে ৫৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে প্রোটিয়ারা ১-১ এ সমতা ফেরাল। নান্দ্রে বার্গারের বোলিংয়ে ২২ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। তারপর সাইম আইয়ুব ও সালমান আগার দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় তারা। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। সাইম ৬৬ বলে করেন ৫৩ রান। ইনিংস সেরা ৬৯ রান আসে সালমানের ব্যাটে। ১০৬ বলের ইনিংসে ছিল ৫ চার। এরপর মোহাম্মদ নওয়াজও করেন হাফ সেঞ্চুরি। সালমানের সঙ্গে তার জুটি ছিল ৫৯ রানের। ৫৯ বলে ৫৯ রান করেন নওয়াজ। ১৯ বলে দুটি করে চার ও ছয়ে ২৮ রান করে ক্যামিও ইনিংস খেলেন ফাহিম আশরাফ। বার্গার ১০ ওভারে ৪৬ রান খরচায় চার উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। কাবায়োমজি পিটার নেন তিন উইকেট। ২৭০ রানের টার্গেট পেয়ে সহজে এই পথ পাড়ি দিয়েছে দক্ষিণ আফ্রিকা। লুয়ান দ্রে প্রিটোরিয়াসের সঙ্গে ডি ককের ৮১ রানের ওপেনিং জুটি শক্ত ভিত গড়ে দেয়। চার রানের আক্ষেপ নিয়ে আউট হন লুয়ান (৪৬)। তারপর টনি ডি জর্জিকে নিয়ে চমৎকার জুটিতে সহজ জয়ের পথে এগোতে থাকেন ডি কক। ১৫৩ রান যোগ করে এই জুটি ভেঙে যায়। ৬৩ বলে ৯ চার ও ৩ ছয়ে ৭৬ রানে থামেন ডি জর্জি। ৯৬ বলে ৭ চার ও ৬ ছয়ে ২২তম সেঞ্চুরি করেন ডি কক। ১২৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ১১৯ বলের ইনিংসে ছিল ৮ চার ও ৭ ছয়। ম্যাথু ব্রিজকে নিয়ে দলকে জয়ের বন্দরে নেন এই ব্যাটার। ৪০.১ ওভারে ২ উইকেটে ২৭০ রান করে দক্ষিণ আফ্রিকা।


এই বিভাগের আরো খবর