সর্বশেষ :
বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বাগেরহাটে হিন্দু ধমাবলম্বীদের   সাথে মতবিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় নেতা   মোরেলগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মোরেলগঞ্জে গৃহিনীকে চিকিৎসার নামে গোপন কক্ষে নিয়ে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, কেন অনুপস্থিত ছিলেন ফরোয়ার্ড দিয়োগো জোতার শেষকৃত্যে দলে ফিরলেন ইয়ামাল ও ফোরনালস, স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা জাহানারার যৌন হয়রানির অভিযোগে মুখ খুললেন মুশফিকুর রহিম, দোষীদের শাস্তির দাবি হংকং সিঙ্সে কুয়েত ও আরব আমিরাতের কাছে হেরে ছিটকে গেছে ভারত অস্ট্রেলিয়ার ছক্কা ঝড়ে ৫৪ রানে হেরে বাংলাদেশ কোয়ার্টার আউট ২০২৯ নারী ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১০ দল, টি-টোয়েন্টি ১২
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দলে ফিরলেন ইয়ামাল ও ফোরনালস, স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

স্পোর্টস: বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে গত শুক্রবার ২৬ জনের দল ঘোষণা করেছেন। দীর্ঘ চোটপীড়িত সময় পার করা বার্সেলোনার উইঙ্গার লামিনে ইয়ামাল এখন ‘নিখুঁত অবস্থায়’ এবং জাতীয় দলে খেলতে প্রস্তুত। পাশাপাশি চার বছর পর ফিরে এসেছেন পাবলো ফোরনালস, যিনি জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে।
ইয়ামাল সাম্প্রতিক কুঁচকির চোট থেকে ধীরে ধীরে ছন্দে ফিরেছেন। গত রোববার (২ নভেম্বর) লা লিগায় এলচের বিপক্ষে গোল করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে দারুণ একটি গোল করেছেন। যদিও গত মাসে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে তিনি খেলতে পারেননি। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক আগের মাসে বলেছিলেন, স্পেন দল ঠিকমতো ইয়ামালের যত্ন নেয়নি। তবে স্পেন কোচ দে লা ফুয়েন্তে অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ইয়ামাল এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।
ফোরনালসের ফেরাও বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। রেয়াল বেতিসের ২৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার জাতীয় দলে চার বছর পর জায়গা পেলেন। ডিফেন্ডার এমেরিক লাপোর্তও দলে ফিরেছেন। তবে অভিজ্ঞ ফরোয়ার্ড আলভারো মোরাতা আবারও সুযোগ পাননি, এবং চোটের কারণে নেই উইঙ্গার নিকো উইলিয়ামস।
সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেছেন, “আমাদের খুব গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ আছে। আমাদের সেরা খেলোয়াড়দের মাঠে নামাতে হবে। ইয়ামাল সবসময় যেমন খেলে, ঠিক তেমনই এখন সে আমাদের সঙ্গে আছে। আমরা তাকে উদযাপন করছি এবং যতক্ষণ উপযুক্ত মনে হবে, তার সঙ্গে থাকব।”
স্পেনের ঘরের মাঠে আগামী ১৫ নভেম্বর জর্জিয়ার মুখোমুখি হবে, এবং তিন দিন পর তুরস্কের সঙ্গে খেলবে। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে শীর্ষে আছে স্পেন। তুরস্ক ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে, জর্জিয়া ৩ পয়েন্ট নিয়ে তিনে, এবং বুলগেরিয়া এখনও পয়েন্ট খাতা খোলেনি। গ্রুপের শীর্ষ দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে যাবে, আর রানার্স-আপ প্লে-অফ খেলবে।
স্পেনের ২৬ সদস্যের দল:
গোলরক্ষক: উনাই সিমোন, অ্যালেঙ্ রেমিরো, ডেভিড রায়া।
ডিফেন্ডার: এমেরিক লাপোর্ত, ড্যানিয়েলে ভিভিয়ান, আলেহান্দ্রো গ্রিমালদো, মার্কোস ইয়োরেন্তে, মার্ক কুকুরেলা, পাউ কুরবাসি, ডিন হইসেন, পেদ্রো পোরো।
মিডফিল্ডার: ফ্যাবিয়ান রুইজ, জুবিমেন্ডি, মিকেল মেরিনো, অ্যালেঙ্ গার্সিয়া, পাবলো ব্যারিওস, অ্যালেঙ্ বেনা, পাবলো ফোরনালস।
ফরোয়ার্ড: মিকেল ওয়ারজাবাল, ইয়েরেমি পিনো, দানি ওলমো, ফের্মিন লোপেজ, লামিনে ইয়ামাল, ফেরান তোরেস, সামু আগেহোয়া, বোর্জা ইগলেসিয়াস।

 


এই বিভাগের আরো খবর