সর্বশেষ :
ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, কেন অনুপস্থিত ছিলেন ফরোয়ার্ড দিয়োগো জোতার শেষকৃত্যে দলে ফিরলেন ইয়ামাল ও ফোরনালস, স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা জাহানারার যৌন হয়রানির অভিযোগে মুখ খুললেন মুশফিকুর রহিম, দোষীদের শাস্তির দাবি হংকং সিঙ্সে কুয়েত ও আরব আমিরাতের কাছে হেরে ছিটকে গেছে ভারত অস্ট্রেলিয়ার ছক্কা ঝড়ে ৫৪ রানে হেরে বাংলাদেশ কোয়ার্টার আউট ২০২৯ নারী ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১০ দল, টি-টোয়েন্টি ১২ টি-টোয়েন্টি দলে ফিরলেন রাজাপাকসে, অভিষেকের অপেক্ষায় তরুণ মালিঙ্গা কালজয়ী এই দশ নয়ার চলচ্চিত্র আপনি দেখেছেন? উত্তেজনা ছড়াল ‘ফ্যামিলি ম্যান ৩’-এর ট্রেলার, ওয়ান্টেড অপরাধী এখন শ্রীকান্ত তিওয়ারি ঢাকায় এক মঞ্চে দুই রক লেজেন্ড জেমস ও আলি আজমত
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উত্তেজনা ছড়াল ‘ফ্যামিলি ম্যান ৩’-এর ট্রেলার, ওয়ান্টেড অপরাধী এখন শ্রীকান্ত তিওয়ারি

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিনোদন: অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের ট্রেলার। গত শুক্রবার বিকেলে অ্যামাজন প্রাইম ভিডিও ইউটিউব ও সামাজিক মাধ্যমে ট্রেলারটি উন্মুক্ত করে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এটি ভাইরাল হয়ে পড়ে। ভক্তরা বলছেন, এবার গল্পটি আরও তীব্র, আবেগপূর্ণ এবং রুদ্ধশ্বাস হতে যাচ্ছে।
নতুন সিজনের শুরুতেই দেখা যায়, শ্রীকান্ত তিওয়ারি এখন আর নায়ক নন, বরং দেশের সবচেয়ে ‘ওয়ান্টেড’ অপরাধী। এক সময়ের গোপন এজেন্ট এখন নিজেই আইনের চোখে পলাতক। পরিবার নিয়ে শহর ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি। ট্রেলারে দেখা যায়, শ্রীকান্ত নিজের পরিচয় প্রথমবার ছেলেকে জানাচ্ছেন, তারপরই তার চারপাশে নেমে আসে বিশৃঙ্খলা।
‘ফ্যামিলি ম্যান ৩’-এও মুখ্য ভূমিকায় রয়েছেন মনোজ বাজপেয়ী। এবার তার সঙ্গে যোগ দিয়েছেন নিমরত কৌর ও জয়দীপ আহলাওয়াত। উত্তর-পূর্ব ভারতের প্রেক্ষাপটে গড়ে উঠেছে পুরো গল্প, যেখানে শান্ত পাহাড়ি অঞ্চলই রূপ নিয়েছে নতুন যুদ্ধক্ষেত্রে। নির্মাতা রাজ ও ডি কে জানিয়েছেন, “তৃতীয় সিজনে শ্রীকান্তের ব্যক্তিগত জীবন, পারিবারিক টানাপোড়েন এবং জাতীয় নিরাপত্তা-সবকিছুই এক সুতোয় বাঁধা থাকবে।”
মনোজ বাজপেয়ী এক সাক্ষাৎকারে বলেন, “চার বছর ধরে ভক্তরা শ্রীকান্তের ফেরার অপেক্ষায় ছিলেন। এবার গল্পটি অনেক বড়, অনেক গভীর। শ্রীকান্ত এমন এক সংকটে পড়েছে, যেখান থেকে তার বেরিয়ে আসার কোনো উপায় নেই।”
অভিনেতা জয়দীপ আহলাওয়াত জানিয়েছেন, এই সিরিজে তাকে দেখা যাবে এক নির্মম মাদকচক্রের নেতার ভূমিকায়। তিনি বলেন, “মনোজ ভাইয়ের সঙ্গে কাজ করাটা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। এই সিজনে দর্শক একদম নতুন এক রূপে আমাকে দেখবেন।”
‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর গল্প ও আবহ এবার পুরোপুরি নতুন। উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য ও রাজনৈতিক বাস্তবতাও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। নির্মাতারা জানিয়েছেন, এই অঞ্চলটি শুধু প্রেক্ষাপট নয়, গল্পের মূল চালিকাশক্তি হিসেবেই কাজ করবে।
আগামী ২১ নভেম্বর শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে তৃতীয় সিজনটি। এতে আরও অভিনয় করেছেন প্রিয়ামনি, শারীব হাশমি, আশলেশা ঠাকুর, বেদান্ত সিনহা, শ্রেয়া ধনওয়ান্তারি ও গুল পানাগ।

 


এই বিভাগের আরো খবর